Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভূতপূর্ব সাফল্যের জন্য জুনিয়র টাইগারদের প্রতি খালেদা জিয়ার অভিনন্দন

প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটে কাপ পর্বের প্রথম কোয়ার্টার ফাইনালে প্রথমবারের মতো অভূতপূর্ব সাফল্যে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
অভিনন্দন বার্তায় বিএনপি চেয়ারপার্সন বাংলাদেশী জুনিয়র ক্রিকেট টাইগারদের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন,আমি খুবই আশাবাদী-নিয়মিত অনুশীলন ও প্রশিক্ষণ অব্যাহত রাখলে বাংলাদেশ ক্রিকেটের জুনিয়র টাইগাররা ভবিষ্যতেও এ ধরণের সফলতা অর্জনে সক্ষম হবে। সারা দেশের ক্রিকেট প্রেমীরা জুনিয়র টাইগারদের গৌরবময় সাফল্যে যেভাবে আনন্দিত ও উদ্বেলিত হয়েছে তাতে আমিও তাদের নিয়ে গর্ববোধ করছি।
বেগম জিয়া বলেন, নেপালকে ৬ উইকেটে হারিয়ে বাংলাদেশ ক্রিকেটে জুনিয়র টাইগারদের সাফল্যে আমি দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ