প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সরকারের পূর্ব ঘোষণা মতে আগামীকাল দেশের সিনেমা হলগুলো খোলার কথা। তবে এ নিয়ে এক ধরনের ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। হল মালিকরা দোটানায় রয়েছেন। কেউ প্রস্তুতি নিয়েছেন, কেউ নেননি। আবার নতুন সিনেমা ছাড়া কেউ কেউ হল খুলতে নারাজ। প্রযোজকদের অনেকেই এ সময়ে নতুন সিনেমা মুক্তি দেয়ার পক্ষে নন। ফলে সিনেমা হল খোলা নিয়ে দ্বিধা-দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। গত ২১ সেপ্টেম্বর তথ্যমন্ত্রী হাছান মাহমুদ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক শেষে জানিয়েছিলেন, ১৬ অক্টোবর থেকে স্বাস্থ্যবিধি মেনে দেশের হলগুলো খোলা যাবে। তখন তিনি বলেছিলেন, করোনা পরিস্থিতি এখন যে পর্যায়ে রয়েছে, তা যদি কমতে থাকে তাহলে ১৬ অক্টোবর থেকে সিনেমা হল খোলা যেতে পারে। সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর সম্মতি গ্রহণ করবো। তবে সিনেমা হল খোলার ব্যাপারে হল মালিকদের কেউ কোনো চিঠি পাননি। ফলে আগামীকাল সিনেমা হল খুলবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেছেন, এ বিষয়ে কোনও তথ্য আমাদের কাছে এখনও আসেনি। এটা পুরোপুরি নির্ভর করছে তথ্য মন্ত্রণালয়ের ওপর। তারা যখন বলবে, তখনই হল খুলবে। তবে সেক্ষেত্রে প্রস্তুতির জন্য সময় দেওয়া উচিত। তথ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্যকর্মকর্তা মীর আকরাম উদ্দিন আহম্মদ বলেছেন, যতদূর জানি, বিষয়টি নিয়ে এখনও প্রধানমন্ত্রীর সঙ্গে তথ্যমন্ত্রীর আলোচনা হয়নি। দুই-একদিনের মধ্যে আলোচনা হতে পারে। এখনই এর বেশি কিছু বলা যাচ্ছে না। এদিকে একাধিক হল মালিক জানান, হল খোলার বিষয়ে কেউ প্রস্তুতি নিয়েছে, কেউ নির্দেশনার অভাবে প্রস্তুতি নেননি। স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, দেশে করোনা শুরুর সময়ই আমরা স্বাস্থ্যবিধি মেনে কিছুদিন সিনেপ্লেক্স পরিচালনা করি। এরপর পরিস্থিতি খারাপ হওয়ায় নিজেরাই প্রেক্ষাগৃহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিই। এখন নির্দেশনা পেলে হল চালু করব।। এজন্য আমাদের সব প্রস্তুতি রয়েছে। অনেক হল মালিক মনে করছেন, নতুন সিনেমা ছাড়া এখন হল চালু করলে ক্ষতি হতে পারে। পুরনো সিনেমা দিয়ে সিনেমা হলে দর্শক আনা যাবে না। উল্লেখ্য, বর্তমানে প্রায় ২০টির মতো নতুন সিনেমা মুক্তির অপেক্ষায় থাকলেও নির্মাতারা দর্শক না আসার শঙ্কায় এখনই মুক্তি দিতে আগ্রহী নন। সিনেমা হল মালিকদের হল খোলা নিয়ে দ্বিধান্বিত হওয়ার এটাও একটি কারণ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।