প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মহরতের মাধ্যমে নতুন একটি সিনেমার শুটিং শুরু হয়েছে। গত মঙ্গলবার উত্তরার একটি শুটিং হাউজে চিৎকার নামে এই সিনেমার নির্মাণ কাজ শুরু হয়। আহাদুর রহমানের গল্পে এবং ইয়াসির আরাফাত জুয়েলের পরিচালনায় চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে ক্লিওপেট্রা ফিল্মস-এর ব্যনারে। সাইকো থ্রিলার ধাঁচের চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা আঁচল আঁখি ও এ কে আজাদ আদর। সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ, সিনেমাটোগ্রাফী করছেন রুমন পাইকার এবং লাইন প্রযোজক হিসেবে রয়েছেন ইমদাদুল ইসলাম যিকরান। নির্মাতা ইয়াসির আরাফাত জুয়েল জানান, সব ধরনের স্বাস্থ্যবিধি মেনেই শুটিং করছি। সিনেমাটির মূল দুইটি চরিত্র বেশ জটিল। চরিত্র দুটিতে আজাদ এবং আঁচল অভিনয় করছেন। প্রায় এক মাস রিহার্সেল করিয়ে চরিত্রের সঙ্গে তাদেরকে মিলিয়েছি। সিনেমাটির মাধ্যমে দর্শক নতুন কিছু পাবেন বলে আশা করছি। নায়িকা আঁচল বলেন, সিনেমাটিতে যে চরিত্রে অভিনয করছি তা আমার চন্য চ্যালেঞ্জিং। এ ধরনের গল্পে কখনোই কাজ করিনি। এখন পর্যন্ত আমার ক্যারিয়ারে সেরা কাজ হতে যাচ্ছে ‘চিৎকার’। আমার বিশ্বাস, দর্শক নিরাশ হবেন না। নায়ক আজাদ আদর বলেন, সিনেমাটির গল্প চমৎকার। আামার চরিত্রটি খুবই জটিল। পরিচালক ইয়াসির আরাফাত জুয়েল ভাইয়ের সঙ্গে আগেও কাজ করেছি। তিনি অসাধারণ মেকার। তার নির্দেশনায় আাশা করছি, চরিত্রটি ফুটিয়ে তুলতে পারব। আর সেটা পারলে দর্শকদের জন্য বিশেষ কিছু হবে বলে মনে করি। সিনেমাটিতে এ কে আজাদ আদর এবং আঁচল ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন শাহেদ আলী, সুম্মিতা সিনহাসহ অনেকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।