Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুরু-শিষ্যার ভূমিকায় অনুপ জালোটা-জাসলিন মাথারু

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২০, ১২:০২ এএম

বাস্তবের গুরু আর শিষ্যা অনুপ জালোটা এবং জাসলিন মাথারু ‘উও মেরি স্টুডেন্ট হ্যায়’তে অভিনয় করবেন। চলচ্চিত্রটির কাহিনী লিখেছেন কেসর মাথারু, তিনিই চলচ্চিত্রটি পরিচালনা করবেন। অনুপ আর জাসলিনের মধ্যে আলোচিত সম্পর্ককে উপজীব্য করে জাসলিনের বাবা কেসর কাহিনী লিখেছেন। পরিচালক জানিয়েছেন, চলচ্চিত্রটি পূর্ণাঙ্গ বিনোদনধর্মী। গত বছর ফিল্মটির কাজ শুরু হয়েছিল তবে করোনা পরিস্থিতির কারণে কাজ বন্ধ হয়ে যায়। তিনি জানান অবিলম্বে কাজ আবার শুরু হবে এবং মুক্তির তারিখ পরে ঘোষণা করা হবে। কেসর বলেন, “জাসলিন আর অনুপ জি এখন শুটিং নিয়ে ব্যস্ত আছেন। ভাল কাজ চলছে। ‘উও মেরি স্টুডেন্ট হ্যায়’ তাদের সম্পর্কেরই গল্প।” জাসলিন আর অনুপ ‘বিগ বস ১২’তে ‘বিচিত্র জুটি’ হিসেবে যোগ দেন। প্রিমিয়ারের সময় তারা এমন দেখান যে তাদের মাঝে সম্পর্ক চলছে। বিষয়টি ব্যাপক সমালোচিত হলে তারা জানান যে তা ছিল এক ধরণের রসিকতা। কেসার মাথারু জানান ফিল। মটি সব বিভ্রান্তি দূর করবে। তিনি বলেন, “অনুপ জি জাসলিনের গুরুর মত আর অনুপ জিও তাকে শিষ্য মানেন। পরিচালক জানান ‘উও মেরি স্টুডেন্ট হ্যায়’ সিরিয়াস ফিল্ম হবে না। জাসলিন আর অনুপের সম্পর্ককে হাস্যরসের মাধ্যমে ফিল্মটিতে তুলে ধরা হবে। জাসলিনকে সর্বশেষ কার্লাসের রিয়েলিটি শো ‘মুঝসে শাদি কারোগে’তে দেখা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনুপ-জালোটা-জাসলিন-মাথারু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ