Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কামাল-পুতু একাদশ ফাইনাল

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

 মুজিব শতর্বষ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে উঠেছে কামাল এ খান একাদশ। ফ্লাডলাইটে অনুষ্ঠিত গতকালের ম্যাচে তারা ৪-১ গোলে রফিক আহমদ চৌধুরী একাদশকে হারায়। কামাল এ খান একাদশ আগামী রোববার ফাইনালে পুতু একাদশের বিরুদ্ধে খেলবে। দু’দলের মধ্যেকার ম্যাচটিতে উভয় দল আক্রমণ পাল্টা আক্রমণ করে খেললেও যোগ্যতার দল হিসেবে কামাল এ খান জয়ী হয়েছে।
খেলার ৮ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে তৌহিদুলের চমৎকার ফ্রি-কিক গোলে এগিয়ে যায় কামাল এ খান একাদশ। তবে এ লিড বেশিক্ষণ স্থায়ী ছিল না। ২২ মিনিটে গোল পেয়ে সমতায় এনে প্রতিদ্ব›িদ্বতায় ফিরে আসে রফিক আহমদ একাদশ। বামপ্রান্ত থেকে মেজবাহর ফ্রি-কিক গোলমুখে এলে অধিনায়ক সজীব টোকা দিয়ে গোলরক্ষক উত্তমকে পরাস্ত করে (১-১)। দ্বিতীয়ার্ধে গুছিয়ে খেলে ৫০ মিনিটে মুন্না গোল করে কামাল এ খান একাদশকে ফের এগিয়ে নেন (২-১)। ৬৫ মিনিটে জাহেদুল গোল করে ব্যবধান বাড়ায় (৩-১)। ৮০ মিনিটে বদলি খেলোয়াড় পাভেল দলের পক্ষে শেষ গোলটি করে (৪-১)।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ