বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার আসামি টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশের পরিবারের সাথে কারাগারে বসে মোবাইলে কথা বলার আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার দুর্নীতির মামলায় তাকে আদালতে হাজির করা হলে তার আইনজীবীরা এ আবেদন করেন। শুনানি শেষে চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আবেদন খারিজ করে দেন।
দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু বলেন, দুদকের মামলায় চট্টগ্রাম কারাগার থেকে প্রদীপ কুমার দাশকে আদালতে আনা হয়। এ সময় তার আইনজীবী রানা দাশ গুপ্ত পরিবারের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার অনুমতি দিতে আবেদন করেন। দুদকের পক্ষে আমরা এর বিরোধিতা করি। আদালত উভয় পক্ষকে শুনে আবেদন নামঞ্জুর করেছেন।
এর আগে ২০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিনের করা আবেদনের প্রেক্ষিতে মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ আদালত প্রদীপ কুমার দাশের সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি ফ্রিজ ও ক্রোকের আদেশ দেন। গত ২৩ আগস্ট প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দীন।
এতে অভিযোগ করা হয়, প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১৩ লাখ ১৩ হাজার ১৭৫ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন ও ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার সম্পদ অর্জন করেছেন। এ মামলায় প্রদীপকে গ্রেফতার দেখানো হলেও তার স্ত্রী চুমকি কারণ এখনও পলাতক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।