Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রিটেনে নতুন গবেষণায় শরীরে করোনা ঢুকিয়ে ভ্যাকসিনের পরীক্ষা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২০, ৮:৪৭ পিএম

ব্রিটেনে নতুন গবেষণায় শরীরে করোনা ঢুকিয়ে ভ্যাকসিনের পরীক্ষা করা হয়।প্রি-ক্লিনিকাল স্টেজে এমন পরীক্ষা হয় ইঁদুর বা পশুদের শরীরে। ভাইরাল স্ট্রেন ঢুকিয়ে তারপর ভ্যাকসিনের ডোজ দিয়ে গুণমান যাচাই করেন বিজ্ঞানীরা। ভাইরাস কতটা নিষ্ক্রীয়, কী পরিমাণ অ্যান্টিবডি তৈরি হল সে তথ্য সংগ্রহ করা হয়। নৈতিকতা ও নিরাপত্তারও ব্যাপার থাকে। -ডেইলি মেইল, মিরর
কিন্তু করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে, ভাইরাস যত দ্রুত জিনের গঠন বদলাচ্ছে তাতে স্বেচ্ছাসেবকদের শরীরে ভাইরাস ঢুকিয়ে পরীক্ষা করার পরিকল্পনা নিয়েছেন উত্তর-পূর্ব ইংল্যান্ডের ডারহাম ইউনিভার্সিটির গবেষকরা। ডারহামের গবেষকরা বলছেন, এই গবেষণার জন্য বছর কুড়ির দুই তরুণকে বেছে নেওয়া হয়েছে। তবে শরীরে ভাইরাস ঢোকালে প্রাণ সংশয়ের সম্ভাবনা থাকবে কিনা সে প্রশ্নও জোরালো হয়েছে। নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির বায়োকেমিস্ট সীমা শাহ বলেছেন, যে কোনও বৈজ্ঞানিক গবেষণায় চ্যালেঞ্জ নেওয়া জরুরি। ভিন্ন পথে গিয়ে পরীক্ষা না করলে সফলতা কখনও আসে না। একপেশে পরীক্ষা নিরীক্ষায় সিদ্ধান্ত নিলে তা আজীবন কার্যকরী নাও হতে পারে। তবে নিরাপত্তার দিক খতিয়ে দেখে অল্পসংখ্যক মানুষের উপরে আগে এই পরীক্ষা করে দেখা যেতে।

অক্সফোর্ড এই ধরনের প্রস্তাব শুরুতে দিলেও তা কার্যকরী হয়নি। ফাইজার বলছে কোনও ইচ্ছা নেই তাদের। মোডার্না বায়োটেক জানিয়েছে, নতুন গবেষণায় তারা উৎসাহী। তবে সরাসরি সার্স-কভ-২ ভাইরাল স্ট্রেন ঢোকানো হবে না মানুষের শরীরে। বদলে ল্যাবরেটরিতে তৈরি করা সিন্থেটিক ভাইরাল স্ট্রেন ঢুকিয়ে এই পরীক্ষা করা যেতে পারে। ফরাসি কোম্পানি ভালনেভা এসই-র চিফ একজিকিউটিভ অফিসার টমাস লিনজেলবাক বলেছেন, নৈতিকতা ও নিরাপত্তা সবচেয়ে বড় প্রশ্ন। কোনও গবেষণায় প্রাণের ঝুঁকি আছে মনে করলে সেটা করা হবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ