Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

ব্রিটেনে বুধবার থেকে কার্যকর হচ্ছে তিনস্তরের লকডাউন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২০, ৬:১৭ পিএম

একের পর এক বিধিনিষেধ আরোপ করেও করোনা মহামারির লাগাম ধরে রাখতে পারছে না ব্রিটিশ সরকার। সময় যত গড়াচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দিন দিন বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ফলে সোমবার তিনস্তরের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। আগামী বুধবার থেকে তা কার্যকর হবে বলে জানানো হয়েছে।

জনসন জানান, দেশের কথা চিন্তা করলে দ্বিতীয় দফা লকডাউন কোন সমাধান নয়। লকডাউনের ফলে শিশুদের লেখাপড়া ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। তিনস্তরের বিধি-নিষেধের বিষয়ে তিনি বলেন, কিছু অঞ্চলে মাঝারি মাত্রার বিধি-নিষেধ আনা হবে, যা বেশিরভাগ অঞ্চলে কার্যকর হতে পারে। এই বিধি-নিষেধের ফলে ৬ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা ও রাত ১০টা পর্যন্ত কারফিউ থাকবে। এছাড়াও উচ্চমাত্রায় বিধি-নিষেধের আওতায় এক বাড়ি থেকে অন্য বাড়ি যাওয়া এবং ঘরোয়া অনুষ্ঠানে প্রতিবেশিরা অংশ নিতে পারবেন না।

উল্লেখ্য, সরকার গত ১৪ সেপ্টেম্বর থেকে একসঙ্গে ৬ জনের বেশি জমায়েত নিষিদ্ধ করেছে এবং বিয়েসহ সামাজিক অনুষ্ঠানে ১৫ জনের অধিক থাকতে পারবেন না বলে ঘোষণা দিয়েছে। ২৪ সেপ্টেম্বর থেকে বার, পাব ও রেস্টুরেন্টে রাত ১০ টার পর সার্ভিস বন্ধ রয়েছে। তবে অর্ডার নেয়া এবং হোম ডেলিভার দিতে পারবেন। একইসঙ্গে গণপরিবহনসহ পাবলিক প্লেসে ফেসমাস্ক বাধ্যতামূলক রয়েছে।

এদিকে, গত রোববার ৬৫ জন মৃত্যুবরণ করেছেন। আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮ শত ৭২ জন। সোমবার ৫০ করোনা রোগীর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৯ শত ৭২ জন। অপরদিকে, স্কটল্যান্ড আগামী ২৫ অক্টোবর থেকে রেস্টুরেন্ট ও পাব বন্ধের ঘোষণা দিয়েছেন স্কটিশ ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার জন। সূত্র: সিএনবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ