Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ষণ বন্ধে ১২ সুপারিশ

খুলনা জেলা ইমাম পরিষদ

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২০, ১২:০০ এএম

নারী নির্যাতন, ধর্ষণসহ সব ধরেনর অপরাধ বন্ধে খুলনা জেলা ইমাম পরিষদের পক্ষ থেকে ১২ দফা সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে সরকার নির্ধারিত ১৮ বছরের পরিবর্তে ‘শিশুকাল’ নির্ধারণের বয়স ১৫ বছর করার দাবি জানানো হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে গতকাল দুপুরে খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত দেশব্যাপী নারী নির্যাতন, গণধর্ষণসহ অপরাধ প্রবণতা বন্ধে ‘সরকার ও জনগণের কর্তব্য’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া। এ সময় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা রফিকুর রহমানসহ ইমামরা উপস্থিত ছিলেন। 

১২ দফা সুপারিশের মধ্যে রয়েছে- প্রত্যেক দায়িত্বশীল নাগরিককে অপরাধকে ‘অপরাধ’ বলে বিবেচনা করে নিজের এবং পরিবার ও অধীনস্তদের অন্তরে ঘৃণা সৃষ্টির চেষ্টা করতে হবে।
মার্জিত আচার-আচরণ শিক্ষা দেওয়াসহ শালীন পোশাকের ব্যবহার নিশ্চিত করতে হবে। মুসলিম নাগরিকদের ধর্মীয় অনুশাসন মেনে চলার প্রতি উদ্বুদ্ধ করতে হবে। অবাধ মেলামেশা বন্ধ করতে হবে। টেলিভিশন, সিনেমা ও ইন্টারনেটের অবাধ ব্যবহার বন্ধ করতে হবে (বিশেষ করে যৌন উত্তেজক ছবি ও ভিডিও প্রদর্শন বন্ধে ব্যবস্থা নিতে হবে)। গণমাধ্যমে অপরাধের বিরুদ্ধে গণসচেতনতামূলক প্রোগ্রাম বাড়াতে হবে। অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করতে হবে। সংবাদ সম্মেলনে এসব সুপারিশ বাস্তবায়নে সরকার ও জনগণের কাছে দাবি জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ-বন্ধ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ