পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর হাতিরঝিল লেক থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স হবে আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। গতকাল সোমবার সকাল ৭টার দিকে উলন ও মহানগর চেকপোস্ট এর মাঝামাঝি হাতিরঝিলের লেকের পানি থেকে লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
হাতিরঝিল থানার এসআই নিয়াজ উদ্দিন মোল্লা জানান, সকালে সংবাদ পেয়ে হাতিরঝিলের লেক থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এ সময় লাশে মশারি ও পলিথিন দিয়ে মোড়ানো ছিল। তার হাত ও পা রশি দিয়ে বাঁধা ছিল। লাশ পচে গেছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে লাশ গুম করার জন্য হাত, পা বেঁধে পলিথিন ও মশারি দিয়ে মুড়িয়ে লেকের পানিতে ফেলে দিয়ে গেছে খুনিরা। কীভাবে তাকে হত্যা করা হয়েছে ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।