Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন আট গান নিয়ে আসছেন অনন্যা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২০, ১২:০৪ এএম

এই প্রজন্মের সম্ভাবনাময় কন্ঠশিল্পী অনন্যা আচার্য্য নতুন আটটি গান নিয়ে শ্রোতা দর্শকের সামনে হাজির হচ্ছেন। গানগুলো হচ্ছে আশরাফুল হক তুরনের কথা ও সুরে, অমিত চ্যাটার্জির সঙ্গীতে ‘পাগল’, মঞ্জুরুল আলম মোহনের কথা ও সুরে, রুবেল রহমানের সঙ্গীতে ‘শৈশবে ভালোলেগেছিলো’, ‘সময় বয়ে যায়’, শহীদ মাহমুদ জঙ্গীর কথায় সৈয়দ মনসুরের সুর সঙ্গীতে ‘হাসাইয়া কান্দাইয়া’, হুমায়ূন চৌধুরীর হিমুর কথা, সৈয়দ মনসুরের সুরে এবং রূপতনু রুপুর সঙ্গীতায়োজনে ‘চন্দ্রগহণ’, ‘মনরে আমার’ ও শামসুল আলম খানের লেখা, এম এ মোমিনের সুরে, রিপনের সঙ্গীতায়োজনে ‘বুকে শুধু জ্বালা’, ফরিদ বঙ্গবাসীর কথা, সুর ও সঙ্গীতে ‘মনর মানুষ’। প্রত্যেকটি গানেরই রেকর্ডিং-এর কাজ শেষ হয়েছে। অনন্যা আচার্য্য বলেন, ‘প্রত্যেকটি গানই চমৎকার কথার এবং সুরের। প্রত্যেকটি গানই আমার মন ছুঁয়ে গেছে। যারা আমাকে দিয়ে গানগুলো করিয়েছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তারা আমার কন্ঠের প্রতি, আমার গায়কীর প্রতি আস্থা রেখেছেন বলেই আমাকে দিয়ে গানগুলো গাইয়েছেন। তাদের কাছে আমি ঋণী। আর আমি সবসময়ই চেষ্টা করি গানের কথার প্রতি গুরুত্ব দিতে। আমি বিশ্বাস করি, গানের বাণী ভালো হলে তার সুরও ভালো হয়। সেই হিসেবে এই নতুন আটটি গান খুব ভালো হয়েছে। গানগুলো নিয়ে আমি ভীষণ আশাবাদী।’ অনন্যা জানান, গানগুলোর মিউজিক ভিডিও নির্মাণ শেষে গানগুলো বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। উল্লেখ্য, ২০০৯ সালে ক্ষুদে গান রাজ প্রতিযোগিতায় শীর্ষ দশে ছিলেন অনন্যা। অনন্যা এখন পড়ছেন রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভোগে। অনন্যার গানে হাতেখড়ি ওস্তাদ শীতর আচার্য্য’র কাছে। অরুণ চৌধুরীর মায়াবতী সিনেমায় অনন্যা পাঁচটি গান গেয়েছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ