Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আহসান কবিরের উপস্থাপনায় অনলাইন বৈশাখী আড্ডা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২০, ১২:০৪ এএম

বৈশাখী টিভির অনুষ্ঠান প্রধান আহসান কবিরের উপস্থাপনায় বৈশাখী টেলিভিশনে শুরু হয়েছে বৈশাখী অনলাইন আড্ডা। নিকোলাস হীরার প্রযোজনায় সরাসরি প্রচার হচ্ছে বৈশাখী টিভি ফেসবুক অনলাইন ও ইউটিউব চ্যানেলে প্রতি শুক্র ও শনিবার বিকাল ৫টা ৩০ মিনিটে। বৈশাখী টেলিভিশনের স্টুডিওতে ধারণকৃত সরাসরি এ অনুষ্ঠানে প্রতিপর্বে থাকছেন একজন অভিনেতা বা একজন কমেডিয়ান ও একজন সংগীত শিল্পী। গান আর ফানই অনুষ্ঠানের মূল উপজীব্য। অনুষ্ঠানটি নিয়ে বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, করোনাকালে মানসিক হতাশাগ্রস্ত মানুষকে উজ্জীবিত করা, ঘটনার সত্যতা তুলে ধরা এবং দর্শকদের বিনোদন দেয়াই এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। আশা করি, বৈশাখী আড্ডা দর্শকদের ভালো লাগবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৈশাখী-আড্ডা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ