Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ষণবিরোধী গান দিয়ে ব্যান্ড দল এপিসেন্টার থ্রি’র আত্মপ্রকাশ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২০, ১২:০৪ এএম

ধর্ষণবিরোধী গান নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন ব্যান্ড দল এপিসেন্টার থ্রি। দলটির গানের শিরোনাম ‘দোজখের গান’। স্টুডিও লেজি-ট্রির ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে এটি। রাত্রি আন্ধার বন্দুকের ঝোপে/ টর্চলাইটে জ্বলা ত্রস্ত চোখ-এমন কথার গানটি লিখেছেন, সুর করেছেন ও গেয়েছেন সেলিম রেজা নিউটন। গানটির সংগীতায়োজন করেছেন তোয়াসীন ও শুভ সুলতান।সেলিম রেজা নিউটন বলেন, গানটি ২০১৬ সালের মার্চ মাসে লেখা ও সুর করা। আগস্ট মাসে রেকর্ড করা হয়। সে বছর মার্চ মাসে কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ১৯ বছর বয়সী শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণ করার পর খুন করা হয়। সেই সূত্র ধরে এই গানটির জন্ম। যেখানে খুন-ধর্ষণের বিরুদ্ধে মনুষ্য-জাগরণের কথা বলার চেষ্টা করেছি আমরা। তিনি জানান, এটি এপিসেন্টার থ্রি ব্যান্ডের প্রথম গান। প্রথম অ্যালবামের কাজও শেষ প্রায়। গানটির ভিডিওটি ভারতের চিত্রশিল্পী অপর্ণা করের চিত্রকর্ম দিয়ে সাজানো হয়েছে। অ্যানিমেশন করেছেন সৌরভ রায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এপিসেন্টার-থ্রি’
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ