Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টুইঙ্কল খান্না অভিনয়ে ফিরবেন না যে জন্য

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২০, ১২:০৪ এএম

একসময়ের ব্যস্ত বলিউড অভিনেত্রী টুইঙ্কল খান্না জানিয়েছেন অভিনয়ে ফেরার কোনও আগ্রহ নেই তার। সুপারস্টার রাজেশ খান্না এবং অভিনেত্রী ডিম্পল কাপাডিয়ার কন্যা অক্ষয় কুমারকে বিয়ে করার পর অভিনয়কে বিদায় জানান। এরপর তিনি লেখালেখিতে খ্যাতি লাভ করেন এবং সাম্প্রতিক বছরগুলোতে চলচ্চিত্র প্রযোজনা শুরু করেন। তিনি স্বীকার করেছেন নব্বই দশকে তিনি যখন অভিনয় করতেন তখন বর্তমানের তুলনায় নারী চরিত্রের তেমন ভিত্তি থাকত না, তবে তিনি সেজন্য অভিনয় ছেড়েছেন তেমন নয়। “ভাল চরিত্র পাচ্ছিলাম না সেজন্য আমি অভিনয় ছাড়িনি। আমি এমনিতেই কাজ ছেড়েছিলাম। সত্যি কথা বলতে মনোযোগ আমাকে অস্বস্তিতে ফেলে দিত,” টুইঙ্কল বলেন। টুইঙ্কল জানান তিনি তার ডিজিটাল শো ‘টুইক ইন্ডিয়া’ নিয়ে সন্তুষ্ট আছেন আর প্রকাশিতব্য বই ‘হোয়াট’স ইন ইউর ডাব্বা’ এবং ‘হোয়েন আই গ্রো আপ আই ওয়ান্ট টু বি’ নিয়ে রোমাঞ্চিত। শিশুদের জন্য ‘হোয়েন আই গ্রো আপ আই ওয়ান্ট টু বি’ বাস্তবের নায়কদের নিয়ে লেখা।শিশুদের জন্য যেসব বই পড়া হয় তা তাদের অবচেতন মনে যে ভাবে বসে যায় এমন এক আলোচনা থেকে এই বইটি লেখার ধারণার জন্ম।তিনি বলেন,” বাস্তবের নায়কেরা শিশুদের অনুপ্রাণিত করবে আর তাদের বোধ আসবে এমন তারাও হতে পারে।” সকালে টিফিন বক্সে (ডাব্বা) কী দেয়া হবে তা নিয়ে দ্বিধা থেকে ‘হোয়াট’স ইন ইউর ডাব্বা’ বইটির সূচনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টুইঙ্কল-খান্না
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ