প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এতদিন পর অভিনেত্রী অ্যান হেশ (ছবিতে ডানে) স্বীকার করেছেন এলেন ডিজেনারেসের সঙ্গে সমকামী সম্পর্কের কথা অকপটে প্রকাশ করার কারণে তার ক্যারিয়ারর উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। মার্কিন টিভি অনুষ্ঠান ‘ড্যান্সিং উইথ দ্য স্টার্স’-এ হেশ ক্যারিয়ারে ডিজানারেসের সঙ্গে সম্পর্কের ক্ষতিকর প্রভাবের কথা জানান। “আমার কাহিনী সারা বিশ্বে এক পরিবর্তন এনেছিল, আমি যখন ডিজেনারেসের সঙ্গে সম্পর্কে জড়াই, কাঁটা সম অধিকারের দিকে সরে আসে,” হেশ বলেন। ভ্যানিটি ফেয়ারের একটি পার্টিতে হেম আর ডিজেনারেসের অন্তরঙ্গতা হয়। হেশ টমি লি জোন্স এবং ডন চিডলের সহাভিনয়ে তার চলচ্চিত্র ‘ভলক্যানো’র প্রিমিয়ারে ডেট হিসেবে ডিজেনারেসকে আমন্ত্রণ জানান। তিনি বলেন ,” সেসময় আমাকে জানান হয় এই কারণে আমাকে চলচ্চিত্রের সুযোগ হারাতে হবে।” “সেই সময় সে আমার হাত ধরে বলেছিল, ‘তারা যা বলে তা করুক।’ আমি প্রিমিয়ারে এলেনকে নিয়ে আসি আর চলচ্চিত্রটি শেষ হবার আগেই তাকে নিয়ে বেরিয়ে যাই। আমার আফটার পার্টিতে তাকে নিয়ে যেতে নিষেধ করা হয়। ভয় ছিল আমাদের ছবি তোলা হবে।” এর পরও সম্পর্ক বজায় রাখার কারণে হেশকে পেশাগত ক্ষতির মুখোমুখি হতে হয়। তিনি জানান সাড়ে তিন বছরের সম্পর্কের জন্য বড় বড় প্রজেক্ট হারাতে হয়েছে তাকে। ২০০০ সালে ডিজেনারেসের সঙ্গে হেশের সম্পর্কচ্ছেদ হয়। হেশ কোলম্যান লাফুনকে বিয়ে করেন আর (২০০০-২০০৭)। অন্য দিকে ডিজেনারেস পোর্শিয়া ডি রসিকে সমলিঙ্গ বিয়ে করেন (২০০৮)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।