Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের প্রচারণামুলক বিজ্ঞাপন বিভ্রান্তিকর : ফাউচি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২০, ৭:৫৩ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা বিষয়ক বিজ্ঞাপন নিয়ে মার্কিন সংক্রমণ রোগ বিশেষজ্ঞ এ্যান্থনি ফাউচির এডিট করা একটি ক্লিপ ব্যবহারকে ‘মিসলিডিং’ বা বিভ্রান্তিকর বলে অভিহিত করেছেন ফাউচি নিজেই। বিজ্ঞাপনে অ্যান্থনি ফাউচিকে বলতে দেখা যায়, তিনি আর কল্পনাই করতে পারেন না যে, কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে কেউ বেশি কিছু করতে পারেন। -সিএনএন

ডা. এ্যান্থনি ফাউচি বলছেন, ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী বিজ্ঞাপনে তার বক্তব্যের অপব্যবহার করা হয়েছে। এতে মনে হচ্ছে তিনি প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে এ কথা বলেছেন। আসলে ফাউচি যেকথা বলেছেন, সেখানে তিনি নিজের সম্পর্কে এবং অন্য মেডিকেল অফিসারদের সম্পর্কে কথা বলেছেন। সংক্রামক ব্যাধি বিষয়ক এই বিশেষজ্ঞ এর আগেও প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে করোনা মহামারি মোকাবিলা কিভাবে করা যায় তা নিয়ে বিরোধে জড়িয়ে পড়েছিলেন। ডা. অ্যান্থনি ফাউসি এএফপিকে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, সরকারি চাকরিতে আমার ক্যারিয়ার প্রায় পাঁচ দশকের। এ সময়ে প্রকাশ্যে আমি কোনো রাজনৈতিক প্রার্থীকে অনুমোদন বা সমর্থন দেইনি।

তিনি আরও বলেন, ফেডারেল পাবলিক হেলথ অফিসিয়ালদের কর্মপ্রচেষ্টা নিয়ে কয়েক মাস আগে আমি একটি বিবৃতি দিয়েছিলাম। সেখানকার কিছু অংশ নিয়ে রিপাবলিকানরা ওই বিজ্ঞাপন বানিয়েছেন। তিনি অভিযোগ করেন তার বক্তব্যের আংশিক ব্যবহার করা হয়েছে এবং কোনো অনুমতি নেয়া হয়নি। ৩০ সেকেন্ডের ওই বিজ্ঞাপনে অ্যান্থনি ফাউচির বক্তব্য শুরুর আগে ঘোষণা দেয়া হয়, প্রেসিডেন্ট ট্রাম্প করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠছেন এবং একই রকমভাবে মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্রও। এটি বিভ্রান্তিকর বলে মন্তব্য ফাউচির।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ