Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ত্রিপুরায় মুখ্যমন্ত্রী বিপ্লবের বিরুদ্ধে ১১ বিধায়কের অনাস্থা নাকচ বিজেপির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২০, ৭:১০ পিএম

ত্রিপুরায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ১১ বিধায়কের অনাস্থা নাকচ করলো বিজেপি হাইকমান্ড।বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে বহিস্কৃত স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণের নেতৃত্বে ১১ বিধায়ক অনাস্থা জানিয়েছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে কোনও কথাই শুনলেন না নাড্ডা। ত্রিপুরায় নেতৃত্বের প্রশ্নে কোনও সমঝোতাতেই রাজি নয় দিল্লি। ফলে বিফল হয়েই ফিরতে হলো বিক্ষুব্ধদের। এবার ত্রিপুরার প্রাক্তন এই মন্ত্রীকে দল থেকেও বহিস্কৃত করা হতে পারে বলেও জল্পনা শুরু হয়েছে।
বিক্ষুব্ধ বিধায়ক সুদীপ রায়বর্মণ কংগ্রেস থেকে তৃণমূল হয়ে পরবর্তী সময়ে বিজেপিতে যোগ দিয়েছেন। বিধায়কও নির্বাচিত হয়েছেন, ছিলেন স্বাস্থ্যমন্ত্রীও। কিন্তু এক বছর পরই তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হয়। সংগঠন বিরোধী কর্মকান্ডের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরপরই লড়াই আরও তীব্র করেন সুদীপ। ফলে একে একে বিক্ষুব্ধ বিধায়কের সংখ্যা বাড়তে থাকে। সবাইকে সঙ্গে নিয়েই মুখ্যমন্ত্রী পদ থেকে বিপ্লব কুমার দেবকে সরানোর উদ্দেশ্যে দিল্লি ছোটেন। যদিও তাদের আশাহত হয়েই ফিরতে হলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ