মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আরব বিশ্বের ৯০ শতাংশ মানুষ তেলআবিবের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের বিরুদ্ধে, এমন একটি তথ্য ওঠে এসেছে ইসরায়েলি জরিপে।ইসরায়েলি এ সমীক্ষায় উত্তরদাতাদের ফিলিস্তিন কর্তৃপক্ষ, হামাস, ইরান ও ফিলিস্তিনি সংগঠনগুলোর সঙ্গে সমর্থনেরও ইঙ্গিত মিলেছে। ইসরায়েলের স্ট্র্যাটেজিক মিনিস্ট্রি এ জরিপ পরিচালনা করেছে। -জেরুজালেম পোস্ট
জরিপে ৯০ শতাংশ মানুষ ইসরায়েলের সঙ্গে আমিরাতের স্বাভাবিক সম্পর্কের বিরুদ্ধে অভিমত দেন। ৪৫ শতাংশ বলেন, এধরনের শান্তি চুক্তি বিশ্বাসঘাতকতা। ২৭ শতাংশ বলেছেন, এটি অতিরিক্ত, ১০ শতাংশ বলেছেন ভন্ডামি ও ৫ শতাংশ বলেছেন, এ চুক্তি ইসরায়েলের কাছে আত্মসমর্পণ। গত মধ্য আগস্ট থেকে মধ্য সেপ্টেম্বর পর্যন্ত চলা এ জরিপে অংশ নেন বিভিন্ন আরব দেশের সরকারি কর্মকর্তা থেকে আরম্ভ করে নিরাপত্তা কর্মকর্তারাও।
ইসরায়েলের স্ট্রাটেজিক এ্যাফেয়ার্স মন্ত্রী ওরিত ফারকাশ হ্যাকোহেন বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করার পক্ষেই অধিকাংশ মানুষের মতামত। তার দেশ সম্পর্কে ভুয়া খবর, অপপ্রচার ও ঘৃণাপূর্ণ আচরণ এজন্য দায়ী, যা প্রায়শঃ অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচার হয়। তিনি অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েল বিরোধী প্রচারণার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান। বলেন, আমরা ইসরায়েলকে বয়কট করার পরিবর্তে পারস্পরিক সংলাপ ও অংশীদারিত্ব গড়ে তোলার আহবান জানাব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।