রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কাপ্তাইয়ের রাইখালীর কারিগরপাড়ায় সন্ত্রাসীদের গুলিতে জেএসএসের কালেক্টর বসন্ত তনচংগ্যা প্রকাশ দুর্জয় (৩৫) নিহত হয়। নিহত বসন্ত তনচংগ্যা রাইখালীর ভালুকিয়া পাড়ার মৃত শশধর তনংগ্যার ছেলে। সে পেশায় মোটরসাইকেল চালক। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, গতকাল রোববার সকাল সাড়ে ৭টায় রাইখালীর বালুতলি থেকে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে কারিগরপাড়া আসে। এসময় ৩ সন্ত্রাসীর গুলিতে ঘটনাস্থলেই নিহত হয় দূর্জয়। সে জেএসএসের সমর্থিত ও চাঁদা আদায়কারী বলে তার ভাই জানান। ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ কোন্দলে জেএসএস (মূল দল)-সমর্থিত সন্ত্রাসী কর্তৃক হত্যাকান্ডের ঘটনাটি ঘটানো হতে পারে। নিহত বসন্ত তনচংগ্যাকে ময়নাতদন্তের জন্য রোববার দুপুরেই রাঙামাটি মর্গে প্রেরণ করা হয়। উল্লেখ্য, গত কয়েক মাস পূর্বে আরো একজন বাইকচালককে একই কায়দায় গুলি করে হত্যা করে। করিগরপাড়া এলাকায় একেরপর এক হত্যাকান্ডের ঘটনা ঘটছে। জনআতঙ্ক জনপদের নাম কারিগরপাড়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।