Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুপচাঁচিয়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৪

প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা

বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে অপহরণ করে হত্যা মামলার ১৫ বছরের সশ্রম সাজাপ্রাপ্ত পলাতক আসামি মুসা (৩০)-কে গ্রেফতার করেছে। মুসা বেলহালী গ্রামের তফের আলীর পূত্র। একই রাতে পুলিশ ১৭ পিস ইয়াবা সহ উপজেলার তালুচ পশ্চিম পাড়ার মৃত আবুল হোসেনের পুত্র ফিরোজ হোসেন (২৪) ও বেড়াগ্রামের আব্দুল খালেকের পুত্র মন্টু মিয়া (২৫)-কে আটক করে। অপরদিকে গতকাল শনিবার পুলিশ শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বেলহালী গ্রামের মৃত হাজী সাব্বাস আলীর পুত্র আব্দুর রাজ্জাক ওরফে কিনা (৪৫) কে গ্রেফতার করেছে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম সাজাপ্রাপ্ত, পলাতক ও শিশু ধর্ষণ মামলার আসামিসহ ৪ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়াবাসহ আটক ২ আসামির বিরুদ্ধে থানায় ওই রাতেই মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আটককৃতদের গতকাল শনিবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুপচাঁচিয়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৪
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ