মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভালো চুক্তি
ওয়াশিংটন পোস্ট দাবি করেছে, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনও পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার চেয়ে ‘ভালো কোনো চুক্তি’ সই করতে চান। ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জশ রগিন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস্টোফার কুনজের বরাত দিয়ে দাবি করেছেন, বাইডেন প্রেসিডেন্ট হলে ইরানের সঙ্গে আরো ভালো চুক্তি স্বাক্ষরের জন্য তেহরানের সঙ্গে আলোচনা শুরু করবেন। তবে এ ব্যাপারে জো বাইডেন বা অন্য কোনো ডেমোক্র্যাট নেতা সরাসরি কোনো বক্তব্য দেননি। ওয়াশিংটন পোস্ট।
দাবানল সিরিয়ায়
সিরিয়ায় দাবানলে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। তীব্র ধোঁয়ায় অনেকেই শ্বাসকষ্টে ভুগছেন। প্রচÐ দাবদাহে দাবানল ছড়িয়ে পড়েছে সিরিয়ার হোমস এবং লাতাকিয়া প্রদেশে। ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রাও যোগ দেন আগুন নেভানোর কাজে। দাবানলে বিস্তীর্ণ বনভ‚মি পুড়ে গেছে। গত দু’দিন ধরে দাবানল জ্বলছে, আগুন ছড়িয়ে পড়েছে অন্তত ৮৫টি স্থানে। সিরিয়া ছাড়াও দাবদাহে অতিষ্ঠ লেবানন, ফিলিস্তিন এবং ইসরাইলের জনসাধারণও। আল-জাজিরা।
অস্ট্রেলিয়া কমাবে
করোনা সংক্রমণের ঝুঁকির কারণে, অস্ট্রেলিয়া সরকার, তাদের বার্ষিক শরণার্থী গ্রহণের সংখ্যা ১৮,৭৫০ থেকে ১৩,৭৫০ এ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। এই ব্যবস্থা কার্যকর করা হচ্ছে অতি শীঘ্রই। অস্ট্রেলিয়ার রয়েছে বাস্তুচ্যুত জনগণকে পুনর্বাসনের দীর্ঘদিনের ইতিহাস। তবে কভিড-১৯ সেই কর্মস‚চিতে পরিবর্তন আনতে চলেছে। ১৯৪৫ সাল থেকে অস্ট্রেলিয়া সরকার, ৮ লক্ষ শরণার্থীদের আশ্রয় দিয়েছে। ভিওএ।
নজিরবিহীন
যুক্তরাষ্ট্রে ঘ‚র্ণিঝড় লরা আঘাত হানার ৬ সপ্তাহ পরেই অন্য এক ঘূর্ণিঝড়, ডেল্টা আঘাত হানলো লুজিয়ানা ও টেক্সাসের বিস্তীর্ণ অঞ্চলেও রাজ্যের গভর্নর জানালেন, মারাত্মক ঝুঁকির মুখে এখন, আমরাও গভর্নর জন বেল এডওয়ার্ডস, শনিবার জনগণের উদ্দেশ্যে বলেন, বিশেষ করে এখন আমাদের বেশি সতর্ক থাকতে, যখন করোনার আঘাতে আমরা জর্জরিত এবং করোনা এখনো সক্রিয়। জাতীয় আবহাওয়া দপ্তর জানায়, ডেল্টা শক্তি হারিয়ে ঝড়ে রূপ নিয়েছে, তবে এই অঞ্চলে ভারী বর্ষণ শুরু হয়েছেও কয়েকদিন আগে আঘাত করা, লরা এবং সা¤প্রতিক ঝড়, ডেল্টার ক্ষয়ক্ষতি নজিরবিহীন ও বিপর্যয়কারী বলে উল্লেখ করা হয়। ভিওএ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।