Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন নির্বাচনে জো বাইডেনকে বেছে নেয়ার আহ্বান গ্রেটা থানবার্গের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২০, ৭:৫৮ পিএম

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনকে বেছে নেয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববরেণ্য পরিবেশ আন্দোলনকারী গ্রেটা থানবার্গ।ভোটারদের প্রতি এ আহ্বান জানিয়ে তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল খুবই গুরুত্বপূর্ণ। শনিবার টুইটারে সে এ কথা বলেছে। -এএফপি

সুইডেনের এই পরিবেশকর্মী ‘ফ্রাইডেস ফর ফিউচার’ নামের পরিবেশ আন্দোলনের প্রতিষ্ঠাতা। ১৭ বছর বয়সী থানবার্গ বলেছেন, তিনি কখনও দলীয় রাজনীতিতে জড়িত হয়নি; কিন্তু আসন্ন মার্কিন নির্বাচন এসবের ঊর্ধ্বে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। তার নির্বাচনী প্রতিপক্ষ রিপাবলিকান দলের প্রার্থী ও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় আসার আগে থেকেই ট্রাম্প জলবায়ু পরিবর্তনের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। ক্ষমতা গ্রহণের পর প্যারিসে স্বাক্ষরিত জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনেন তিনি। ট্রাম্প জলবায়ু পরিবর্তনের হুমকি অস্বীকার করে আসছেন। পরিবেশকর্মী থুনবার্গের ওপরও খ্যাপা ট্রাম্প। একাধিকবার ট্রাম্পের আক্রমণের লক্ষ্যও হয়েছে এই কিশোরী। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে থানবার্গের লড়াইয়ের প্রশংসা করেছেন বাইডেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ