মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নির্বাচনে হারতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প, এমনই আশঙ্কা করছেন রিপাবলিকান নেতারা।করোনা ভাইরাস নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এলোপাথাড়ি কথাবার্তায় স্বয়ং ক্ষুদ্ধ রিপাবলিকান নেতারা। তারা মনে করছেন, ট্রাম্প করোনা ভাইরাস নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন যা নির্বাচনে ব্যাপক পরাজয়ের কারণ হতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসের রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ বলছেন, আমার মনে হয় এই নির্র্বাচন বিধ্বংসী হতে চলছে। আমরা হোয়াইট হাউসসহ কংগ্রেসের দুই কক্ষেই হারতে যাচ্ছি। ওয়াটারগেট ঘটনার মতোই এবারের নির্বাচনে রক্তগঙ্গা বইতে পারে। -দ্য গার্ডিয়ান
নর্থ ক্যারোলিনার সিনেটর থম টাইলিস ইতোমধ্যেই ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন প্রেসিডেন্সি নিয়ে কথা বলতে শুরু করেছেন। তিনি বলেন, বাইডেন প্রেসিডেন্সিতে রিপাবলিকানদের মূল লড়াইটা হবে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা। ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসের প্রটোকল না মানায় সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককলিনও হোয়াইট হাউসের কাছে ধারে ঘেঁষছেন না। গত দুই মাস যাবত হোয়াইট হাউস থেকে দূরে রয়েছেন তিনি। তিনি বলেছেন, আমি সিনেটে করোনা ভাইরাস মোকাবেলার জন্য যা বলেছি এবং যা করা দরকার মনে করছি তা থেকে হোয়াইট হাউসের অবস্থান পুরোপুরোই ভিন্ন। আমাদের অবশ্যই মাস্ক পরতে হবে এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান বলছে, গত চার বছরে ট্রাম্পের মিত্রদের কাছ থেকে তেমন কোনো কথা শোনা না গেলেও নির্বাচনের পূর্বমুহুর্তের পরিস্থিতি বদলে গিয়েছে। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ম্যাককলিনসহ অন্যান্য নেতাদের মন্তব্যে স্পষ্ট মহামারী নিয়ন্ত্রণে তার অদক্ষতা রিপাবলিকান সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের কাছেও চরম বিরক্তির কারণ হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।