রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্কুলছাত্র কাজী ফয়সাল হত্যার বিচারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন। প্রায় আধা কিলোমিটার দৈর্ঘ্য মানববন্ধন কর্মসূচিতে এলাকাবাসীর পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষক ও আইনজীবীরাও অংশ গ্রহণ করেন। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভোলাব ইউনিয়নের পাইশকা এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত কাজী ফয়সালের বাবা কাজী ইলিয়াছ, মা হেলেনা বেগম, বোন আলেয়া আক্তার, স্থানীয় ইউপি সদস্য এমরান হোসেন রিপন, আওয়ামী লীগ নেতা হাসান আশকারী, অ্যাড. আব্দুল গাফ্ফার, কাজী রেজাউল ইসলাম, তাইবুর রহমান, কাজী নুর মোহাম্মদ, শিক্ষিকা মাহমুদা বেগম, মুকুল হোসেন সবুজ, হাজী মনিরুল ইসলাম সবুজ, শাহিনুর বেগম, সাজিব হোসেন প্রমুখ। বক্তারা বলেন, কাজী ফয়সালকে অপহরণের পর নির্মম ভাবে হত্যার পর গুম করার উদ্দেশ্যে ডোবায় ফেলে রাখা হয়। ঘটনার এক সপ্তাহ পার হয়ে গেলেও পুলিশ হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতার করতে পারেনি। যারা এ হত্যাকা-ের ঘটনা ঘটিয়েছে, তাদের অবিলম্বে সঠিক তদন্তের মাধ্যমে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এছাড়া হত্যাকারীদের ফাঁসি দিতে হবে। মানববন্ধন শেষে আলাদা আলাদা ভাবে বিক্ষোভ মিছিল বের করা হয়। পৃথক মিছিল বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।