বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিএনপির বর্জন আর ভোটার উপস্থিতি কমের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো দেশের ২টি পৌরসভা একটি উপজেলার নির্বাচন। নির্বাচনে সবকটিতে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন।
এদেকে চাঁদপুর ও জয়পুরহাটের কালাই পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। অন্যদিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় নৌকা বিজয়ী হযেছে।
শনিবার সকাল ৯টা থেকে একটানা বিকেল ৫টা পর্যন্ত এ দুই পৌরসভায় ভোটগ্রহণ করা হয়। গণনা শেষে রাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা তাদের নির্বাচিত ঘোষণা করেন।
চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. তোফায়েল হোসেন জানান, চাঁদপুর পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী এবং জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল নৌকা প্রতীকে ৩৪ হাজার ৮২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আক্তার হোসেন মাঝি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৬১৩ ভোট। অপর মেয়র প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের মামুনুর রশিদ বেলাল পেয়েছেন ১ হাজার ২৩৩ ভোট।
জয়পুরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, কালাই পৌর মেয়র পদে উপনির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল নৌকা প্রতীকে ৭ হাজার ৫৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির সদস্য মো. আনিছুর রহমান তালুকদার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬০৬ ভোট।
ভোট চলাকালে দুপুর ১২টার দিকে বিএনপির প্রার্থী নানা অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন। তিনি অভিযোগ করেন, সকাল ১০টার পর থেকে বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্টদের মেরে বের করে দেওয়া হয়। অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘ভোট চলাকালে বিএনপি প্রার্থী কোনো সমস্যার কথা আমাদের লিখিতভাবে জানাননি। শুধু দুপুর ২টার পর এসে তিনি ভোট বর্জনের কথা জানিয়ে গেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় প্রত্যেক কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট হয়েছে। কোনো অনিয়ম হয়নি।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় নৌকা বিজয়ী : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মো. কাউসার বিজয়ী হয়েছেন। তিনি ১৬ হাজার ৫২৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী কে এম ওবায়দুল বারী দীপু খান ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৩৪৩ ভোট।
এখানে নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করেন স্বতন্ত্র প্রার্থী খবিরউদ্দিন। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা নওয়াবুল ইসলাম বলেন, ২২টি কেন্দ্রের মধ্যে একটিতে অভিযোগ থাকায় আমরা ভোট স্থগিত করেছি। বাকি সব কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট হয়েছে। ২১টি কেন্দ্রের ভোটে বেসরকারিভাবে নৌকার প্রার্থী মো. কাউসার বিজয়ী হয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।