মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাকালেই মা হয়েছেন বাঙালি অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তিনি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। গণমাদ্যমে এ খবর জানিয়েছেন তার স্বামী কুণাল বর্মা।
সোশ্যাল মিডিয়াতেই নিজের অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানিয়েছিলেন পূজা। সেই সময় খবর ছড়িয়েছিল, বিয়ের আগেই নাকি গর্ভবতী হয়েছিলেন তিনি। পরে জানা যায়, করোনা পরিস্থিতির জেরে বড় অনুষ্ঠান না করে বিয়ে রেজিস্ট্রি করেন পূজা এবং কুণাল।
হিন্দি টিভি অভিনেতা কুণাল। ২০০৮ সালে ধারাবাহিক ‘তুঝ সং প্রীত লাগাই সাজনা’ ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করেছিলেন দু’জনে। হিন্দি ধারাবাহিকের পাশাপাশি বাংলায় দেবের ‘চ্যালেঞ্জ ২’, ‘হইচই আনলিমিটেড’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন পূজা।
সন্তানের জন্মে বেজায় খুশি কুণাল। জানালেন পূজা এবং ছেলে দু’জনই ভাল এবং সুস্থ আছে। সব ঠিক থাকলে খুব শিগগিরিই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। করোনা পরিস্থিতি না থাকলে বড় অনুষ্ঠান করেই বিয়েটা সারার ইচ্ছে ছিল পূজা-কুণালের। তা সম্ভব হয়নি। এমনকী পূজার রেজিস্ট্রিতেও তার মা উপস্থিত থাকতে পারেননি। পরিস্থিতি ঠিক হলে বড় করে সেলিব্রেশন করার পরিকল্পনা রয়েছেন পূজা ও কুণালের। সূত্র : ইন্ডিয়া টিভি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।