মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মাকড়সা বাথরুম থেকে রান্নাঘর সর্বত্রই বীরদর্পে হেটে চলাফেরা করে। আবার অনেকে মাকড়সা দেখে ভয়েই জ্ঞান হারান। অনেকে তড়ানোর চেস্টা করে ব্যর্থ হন। বাসা-বাড়িতে এমন দৃশ্য একেবারেই স্বাভাবিক।
মাকড়সা নামের এই কীট থেকে রক্ষা পেতে ঘর পরিস্কারের ঝাড়– নিয়ে জাল তছনছ করেন। কিন্তু রাত পোহালেই পুরনো চেহারা ফিরে আসে। যতই চেস্টা করুন না কেন মাকড়সা ঠিকই উপস্থিত হবে আপনার বাড়িতে।
বাসা-বাড়ির দুই দেওয়ালের সংযোগস্থলে মাকড়সা জাল ছড়াবে। এর বিষও মারাত্মক যা আপনার পরিবারকে অসুস্থ করতে পারে। তাহলে উপায় কি? আপনার ঘর থেকে মাকড়সা চিরতরে বিদায় করতে কিছু সহজ উপায় অবলম্বন করুন।
পুদিনা পাতা : জানেন মাকড়সা পুদিনা পাতার গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। তাই ঘর থেকে মাকড়সা দূর করতে কিছু পুদিনা পাতা পানিতে দিয়ে ফুটিয়ে ঠান্ডা করে নিন। তারপর সেটি স্প্রে বোতলে ভরে ঘরের যে সব জায়গায় মাকড়সার জাল রয়েছে সেখানে ভালো করে স্প্রে করুন। পুদিনা পাতার বদলে পুদিনা পাতার তেলও ব্যবহার করতে পারেন। পুদিনার তেল সামান্য পানির সঙ্গে মিশিয়েও স্প্রে করতে করতে পারেন।
হোয়াইট ভিনেগার : বাসা-বাড়ি থেকে মাকড়সা তাড়াতে ব্যবহার করতে পারেন হোয়াইট ভিনেগার। মাকড়সা তাড়াতে পুদিনা পাতার থেকেও ভিনেগার অনেক বেশী কার্যকর। ভিনেগারের সঙ্গে পরিমাণ মতো পানি মিশিয়ে মাকড়সার জালে স্প্রে করে দিন। মাকড়সা আর আপনা বাসা-বাড়ির দিকে আসেব না।
লেবু : লেবুর ভিটামিন সি মাকড়সা তাড়াতে দারুণ কাজ করে। ঘরের যে জায়গাগুলোতে মাকড়সার আনাগোনা বেশি সেখানে লেবুর রস ঘষে দিন। যেমন জানালায়, বুক শেলফ, রান্না ঘরের তাকে বাথরুমের সø্যাভে। তাছাড়া কয়েকটি লেবু কেটে রস বের করে মাকড়সার জাল হতে পারে এমন জায়গাগুলোতে স্প্রে করতে পারেন। সূত্র : দ্য ইন্ডিপেনডেন্ট ইউকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।