মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নাগরনো-কারাবাখ নিয়ে প্রায় দুই সপ্তাহের যুদ্ধের পর অবশেষে সংঘাত স্থগিত রাখার সিদ্ধান্তে একমত হয়েছে আজারবাইজান ও আর্মেনিয়া। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ পর্যন্ত দুই পক্ষই হামলা চালিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যস্থতায় দুই দেশের ক‚টনীতিকরা এই যুদ্ধবিরতিতে রাজি হন। গতকাল স্থানীয় সময় দুপুর থেকে বিতর্কিত অঞ্চল নগরনো-কারাবাখে যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছে দুই দেশ। মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যস্থতায় দুই দেশের ক‚টনীতিকরা এই যুদ্ধবিরতিতে রাজি হন।
২৭ সেপ্টেম্বর থেকে চলা এ যুদ্ধে ৪শ’রও বেশি মানুষ নিহত হয়েছেন। আন্তর্জাতিকভাবে নাগরনো-কারাবাখ আজারবাইজানের অংশ হলেও অঞ্চলটিতে সংখ্যাগুরু আর্মেনীয়দের বাস। আর্মেনীয় সেনা সহায়তায় যুদ্ধের পর ১৯৯৪ সাল থেকে নগরনো-কারাবাখ বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে রয়েছে। আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী সোহরাব মোনাতসাকানিয়ান এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী ইয়েহুন বায়রামোভ এ যুদ্ধবিরতিতে সম্মত হন।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের এক বিবৃতিতে বলেন, মানবিক কারণে যুদ্ধবন্দি হস্তান্তর এবং লাশ স্থানান্তরের জন্য এই যুদ্ধবিরতিতে দুই পক্ষ সম্মত হয়েছে। লাভরোভ আরো জানান, দুই দেশই আলোচনার মাধ্যমে দ্রæত একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে একমত হয়েছে। নাগরনো-কারাবাখ অঞ্চল থেকে যদি আর্মেনিয়া সেনা প্রত্যাহার না করে তাহলে যে যুদ্ধবিরতি এবং শান্তির প্রচেষ্টা চালানো হচ্ছে তা ব্যর্থ হবে বলে মনে করছে তুরস্ক। শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিন এ মন্তব্য করেন।
এর আগে রাশিয়া ঘোষণা করে যে, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করার জন্য আর্মেনিয়া এবং আজারবাইজান সোমবার মস্কোয় বৈঠকে বসতে রাজি হয়েছে। চলমান সংঘাত বন্ধের লক্ষ্য নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে ফ্রান্স, রাশিয়া এবং আমেরিকা। এ প্রসঙ্গে ইব্রাহিম কালিন বলেন, যদি শুধুমাত্র তারা শান্তি এবং যুদ্ধ বিরতির প্রচেষ্টা চালায় এবং সেই লক্ষ্যে কাজ করে তাহলে গত ৩০ বছর ধরে যা ঘটে চলেছে তারই পুনরাবৃত্তি ছাড়া আর কিছুই হবে না। তিনি বলেন, আর্মেনীয় দখলদারিত্বের অবসান ঘটানোর ব্যাপারে যদি বিস্তারিত পরিকল্পনা নিয়ে কাজ না করা হয় তাহলে এ শান্তি প্রচেষ্টা ব্যর্থ হবে -এটি প্রায় অবধারিত।
অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড অপারেশন ইন ইউরোপ-এর সহযোগিতায় আমেরিকা, ফ্রান্স এবং রাশিয়া গত ৩০ বছর ধরে নাগরনো-কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার দ্ব›দ্ব নিরসনে চেষ্টা করে আসছে কিন্তু তাদের সে প্রচেষ্টা সফল হয়নি। সূত্র : ডয়চে ভেলে, ইয়েনি শাফাক, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।