Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

দুই হাজার নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২০, ১২:০৪ এএম

নাটোরের লালপুরে ত্যাগী নেতাদের বাদ দিয়ে যুবদলের পকেট কমিটি গঠনের অভিযোগ এনে ২ হাজার নেতাকর্মী দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছে। ইতোমধ্যেই পদত্যাগ পত্রে স্বাক্ষর করেছে তারা। গতকাল শনিবার সকাল ১০টায় স্থানীয় একটি পত্রিকা অফিসে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য এই ঘোষণা দেন যুবদল নেতা নাজির উদ্দিন বাবু। যুবদল নেতা অভিযোগ করে বলেন, সম্প্রতি কেন্দ্রীয় কমিটির সুপারিশে জেলা যুবদল লালপুর উপজেলা কমিটির অনুমোদন দিয়েছে। যা সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে গঠন করা হয়েছে। যাতে সিনিয়র ও ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করা হয়েছে। এমতাবস্থায় আমরা এই অযোগ্য ব্যক্তিদের নিয়ে লালপুর উপজেলা যুবদলের নবগঠিত অনুমোদিত কমিটি প্রত্যাখ্যান করছি। গণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি গঠন না হলে প্রয়োজনে দল থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পদত্যাগের-ঘোষণা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ