রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের পালাসুতা চৌমুহনী জাহাঙ্গীর আলম সুপার মার্কেট চত্বরে গতকাল শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা দীপ্ত ছবি দিয়ে স্থাপিত হয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফলক। আমেরিকা আ.লীগের উপদেষ্টা এস এম জাহাঙ্গীর ওই জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে ৭ অতিথিকে স্বর্ণখচিত নৌকা দিয়ে বরণ করে নেয়া হয়। ছোট্ট গ্রামে এত বড় আয়োজন এই প্রথম। তাই সরব উপস্থিতি ছিল সব শ্রেণি পেশার মানুষের।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ হুমায়ুন মাহমুদ, মুক্তিযোদ্ধা হানিফ সরকার, হারুন আল রশীদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা এড. আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ তমাল, মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, জেলা পরিষদ সদস্য ভিপি জাকির হোসেন, নজরুল ইসলাম প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।