প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আবারও বিয়ে করলেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। গত ২৭ সেপ্টেম্বর রেজা আমিন সুমন নামে এক ব্যবসায়ীর সাথে তার বিয়ের আকদ সম্পন্ন হয়। গত ৭ অক্টোবর গায়ে হলুদের অনুষ্ঠান এবং ৯ অক্টোবর বিয়ের রিসিপশন হয়। ঘরোয়া পরিবেশে বিয়ের এই আয়োজনে উপস্থিত ছিলেন বর-কনের দুই পরিবারের সদস্য ও কাছের মানুষেরা। গত শুক্রবার মাঝ রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হয় তাদের বিয়ের ছবি। এটি শমী কায়সারের তৃতীয় বিয়ে এবং রেজা আমিন সুমনের দ্বিতীয় বিয়ে। ১৯৯৯ সালে ভারতীয় নাগরিক ব্যবসায়ী-নির্মাতা অর্ণব ব্যানার্জী রিঙ্গোকে বিয়ে করেছিলেন শমী। দুই বছর পর তাদের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে ২০০৮ সালের ২৪ জুলাই মোহাম্মদ আরাফাতকে বিয়ে করেন। নানা কারণে সেই সংসার টকেনি। তার নতুন বর রেজা আমিন সুমন পেশায় ব্যবসায়ী। তিনি ইউরো-ভিজিল প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। জানা গেছে, ব্যাবসায়িক সূত্রে শমী-রেজার পরিচয়। এই পরিচয়ের সূত্র ধরে তারা বিয়ে করেন। শমী কায়সার নিজেও এখন ব্যবসা করছেন। তিনি ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি এবং এফবিসিসিআইর পরিচালক। শমীর অভিনয়ে অভিষেক ঘটে নব্বই দশকের শুরুর দিকে। ইমদাদুল হক মিলনের যত দূরে যাই নাটকে অভিনয় করে ব্যাপক দর্শকপ্রিয়তা পান। হুমায়ূন আহমেদের নক্ষত্রের রাত, অরুণ চৌধুরীর ছোট ছোট ঢেউ-এর মতো দর্শকপ্রিয় নাটকে অভিনয় করে সাড়া ফেলেন। পরবর্তীতে আরও অনেক নাটকে অভিনয় করেন। নাটকের পাশাপাশি কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। ধানসিঁড়ি প্রোডাকশন নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে তার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।