নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে অন্যান্য ক্রীড়াবিদদের মতো দীর্ঘ সময় ঘরবন্দী ছিলেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। যদিও করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সাভার গলফ কোর্সে ব্যক্তিগত উদ্যেগে অনুশীলন শুরু করেন তিনি। প্রায় সাড়ে ৬ মাস পর অনুশীলনে ফিরলেও আপাতত কোনো টুর্নামেন্টে খেলার সম্ভাবনা নেই সিদ্দিকুরের। প্রথম বাংলাদেশি ক্রীড়াবিদ হিসেবে ২০১৬ রিও অলিম্পিকে গেমসে সরাসরি খেলে ইতিহাস গড়েছিলেন সিদ্দিকুর রহমান। এবার এই গলফারের চোখ টোকিও অলিম্পিকে খেলা। যে কারণে অনুশীলনটাই এই মুহূর্তে তার জন্য জরুরি। তাই ঘরে বসে না থেকে অনুশীলনেই পুরো মনোযোগ তার। যার জন্য অনুশীলন করতে যুক্তরাষ্ট্রে যেতে চান সিদ্দিকুর। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহযোগিতা চেয়েছেন তিনি। তার বিশ্বাস যুক্তরাষ্ট্রে ঠিকমতো ছয়মাস অনুশীলন করতে পারলে টোকিও অলিম্পিকে কোয়ালিফাই করা সহজ হবে। সিদ্দিকুর সর্বশেষ এশিয়ান ট্যুরে খেলেছেন মালয়েশিয়া ওপেনে। গত ৫ মার্চ ওই টুর্নামেন্টে খেলার পরই করোনাআতঙ্কে এশিয়ান ট্যুরের সব খেলাবন্ধ। দেশে প্রধান গলফ কোর্স কুর্মিটোলাও বন্ধ। সাভার গলফ কোর্সে অনুশীলনের সুযোগ থাকলেও পর্যাপ্ত নয়। শনিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিদ্দিকুর বলেন, ‘এশিয়ান ট্যুরের অবস্থা খুব খারাপ। এ বছর খেলা হওয়ার সম্ভাবনা নেই। এশিয়ার পরিস্থিতি দেখে মনে হচ্ছে না খুব একটা খেলার সুযোগ থাকবে আগামী বছরও। তাই এসময়ে আমি ইউএসএ অনুশীলন করতে চাই।’ তিনি আরো বলেন, ‘আমার দশ মাসের ভিসা আছে। কিন্তু আমার স্ত্রীর ভিসা করাতে হবে। আমার স্ত্রী যেহেতু আমার ম্যানেজার হিসেবে কাজ করেন তাই দেশের বাইরে ওকে আমার খুব দরকার। আশা করছি ওর ভিসা পাওয়ায় খুব একটা সমস্যা হবে না। ওর ভিসা পেলেই আমরা চলে যাবো। অনুশীলনের জন্য যুক্তরাষ্ট্রে যেতে গলফ ফেডারেশনের মাধ্যমে বিওএর কাছে ১ লাখ ৬০ হাজার ডলারের একটা স্কলারশিপ চেয়েছি। এখন তাদের দিকেই তাকিয়ে আছি। বিওএ সহযোগিতা করলেই তবে আমি অনুশীলনের জন্য যুক্তরাষ্ট্রে যেতে পারবো ইনশাল্লাহ।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।