প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রথমে ‘এখানে আকাশ নীল’ তারপর উষসী রায় অভিনীত ‘কাদম্বিনী’র পর এবার আরেক বাংলা ধারাবাহিক ‘চুনি পান্না’। জানা গেছে এরই মধ্যে শেষ পর্বে শুটিং হয়ে গেছে। এর আগে স্টার জলসবর সিরিয়ালটি বিদায় নেবার গুজব ছড়িয়ে পড়লে অভিনেত্রী অন্বেষা হাজরা আর অভিনেতা দিব্যজ্যোতি দত্ত ভক্তদের অঢেল বার্তা পেয়েছেন। ধারাবাহিকটিতে তারা যথাক্রমে চুনি ও নির্ভীকের ভূমিকায় অভিনয় করে আসছিলেন। তুলিকা বোস অভিনয় করেন ভূতের ভূমিকায়।হাস্যরসের ছোঁয়া থাকায় ধারাবাহিকটি খুব জনপ্রিয়তা পেয়েছে। শাশুড়ি-বৌমা আর পুরাণ ধারার সিরিয়াল সেখানে প্রাধান্য পায় সেখানে ‘চুনি পান্না’ ছিল স্বস্তির হাওয়া। কাহিনীতে চুনি এক উচ্ছল তরুণী আর আশা ভূতের সঙ্গে তার দেখা হবে। পাশাপাশি নির্ভীক ওরফে নিরুর চরিত্র তার নামের বিপরীত, সে ভূতে ভয় পায় যদিও তাদের বাড়িতেই পান্না নামে এক ভূতের বাস। পান্না চায় নিরুদের পরিবার বাড়ি ছেড়ে চলে যাবে যাতে সে একাই সেখানে থাকতে পারে। এদিকে চুনির আশা পূরণ হয় সে নির্ভীকের বউ হয়ে সেই বাড়িতে আসে এবং ভূত পান্নার মুখোমুখি হয়। প্রথমে সমস্যা করলেও পান্না শেষে তার বন্ধু হয়। ‘ভূতু’র পর ‘চুনি পান্না’তেই ভূত মানুষে বন্ধুত্ব দেখা যায় বাংলা ধারাবাহিকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।