মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্ব খাদ্য কর্মসূচিকে নোবেল প্রদানের সিদ্ধান্তকে অভিনন্দন জানালেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার ঢাকায় জাতিসংঘ তথ্য কেন্দ্র জানায়, জাতিসংঘ মহাসচিব অভিনন্দন বার্তায় বলেন, এতে আমি আনন্দিত। আমি এই স্বীকৃতির জন্য ডব্লিউএফপির নির্বাহী পরিচালক ডেভিড ব্যাসলি এবং বিশ্ব খাদ্য কর্মসূচির সকল কর্মীকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই।
শরণার্থীদের জন্য জাতিসংঘের হাইকমিশনার হিসেবে আমার দশ বছরে, আমি বিশ্ব খাদ্য প্রোগ্রাম থেকে আমার সহকর্মীদের সাথে হাত মিলিয়ে কাজ করার সুযোগ পেয়েছি। আমি অত্যন্ত দুর্দশাগ্রস্ত এবং বিপজ্জনক অবস্থানে প্রচুর সাহস এবং দক্ষতার সাথে বিশ্বের সবচেয়ে দুর্বল মানুষের সেবা করতে দেখেছি। ডব্লিউএফপি রাজনীতির ওপরে গিয়ে কাজ করে, মানবিক প্রয়োজনের সাথে এটি পরিচালনা করে। সংস্থাটি স্বয়ং জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহ এবং জনসাধারণের স্বেচ্ছাসেবী অবদানের ওপর বেঁচে রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।