মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মহামারী বিশ্বে আগেই ছড়িয়েছিল, উহান শুধু করোনার খবরটি দেয় বলে জানান চীনের পররাষ্ট্র দফতরের মুখপাত্র হুয়া চুনিং। বেইজিংয়ের একটি সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, তার দেশের ওপর দোষ চাপাচ্ছে অনেকেই। অথচ করোনা সংক্রমণ উহান থেকে ছড়ায়নি। হুয়া চুনিংয়ের বক্তব্য, মারণ ভাইরাসের খবর যখন দিয়েছিল উহান তার অনেক আগেই সংক্রমণ ছড়িয়ে পড়েছিল বিশ্বের নানা জায়গায়। -সিনহুয়া
করোনাভাইরাসের জিনোম সিকুয়েন্স অর্থাৎ জিনের গঠন বিন্যাস পরীক্ষা করে এমনটাই জানা গেছে, দাবি চীনের। হুয়া বলছেন, চীন সবচেয়ে আগে করোনাভাইরাসের জিনের গঠন সামনে এনেছিল। তার মানে এই নয় যে, ভাইরাস চীন থেকেই ছড়িয়েছে। এক্ষেত্রে মার্কিন দাবি নাকচ করে হুয়া বলছেন, উহানের বায়োসেফটি ল্যাবরেটরি থেকে ভাইরাল ছড়ানোর খবর রটেছে। সেটা একেবারেই সঠিক নয়। যুক্তরাষ্ট্র এই ভুয়ো খবর ছড়িয়েছে সারা বিশ্বে। মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দাবি ছিল, সংক্রমণ যখন চীনেই মহামারীর পর্যায়ে যাচ্ছিল সে তথ্যও সঠিক ভাবে আন্তর্জাতিক মহলকে জানায়নি দেশটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।