Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

করোনা নিয়ে অব্যবস্থার কারণে সিনেট নেতা মিচ ম্যাককনেল ৬ আগস্ট থেকে হোয়াইট হাউজে যাননি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২০, ৯:০৮ পিএম

মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলনেতা নিজেই সাংবাদিকদের এই তথ্য জানান। এই রিপাবলিকান নেতা ২ মাসের বেশি সময় মার্কিন প্রেসিডেন্টের বাসভবন ও কার্যালয়ে যাননি। তিনি মনে করেন, হোয়াইট হাউজ বাজেভাবে করোনা সামাল দেবার কারণেই নিজেরা বিপর্যয়ে পড়েছে। তবে কেন্টাকিতে করা সংবাদ সম্মেলনে মিচ ম্যাককনেল জানান, আইন সংক্রান্ত গুরুত্বপূর্ণ ব্যাপারগুলোতে তিনি টেলিফোনের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন ও তার পরামর্শ নিয়েছেন। -আল জাজিরা, ফক্স

মার্কিন প্রেসিডেন্ট ১ সপ্তাহ আগে কোভিড-১৯ এ আক্রান্ত হন। তাকে হাসপাতালেও ভর্তি করা হয়। অবশ্য মাত্র ৩ দিনের মাথাতেই তিনি হাসপাতাল ত্যাগ করেন। শনিবার থেকে তিনি প্রকাশ্যেও আসবেন বলে জানা গেছে। এদিকে বুধবার করোনা রিলিফ ফান্ড নিয়ে বৈঠকের জন্য মিচ ম্যাককনেলকে তলব করেছিলেন ট্রাম্প। তিনি সেখাসেও যাননি। ২ সপ্তাহ আগে সুপ্রিম কোর্টের বিচারপতির নাম ঘোষণা অনুষ্ঠানেও ম্যাককনেলকে দেখা যায়নি। ম্যাককনেল বলেন, আমি আসলে ৬ আগস্টের পর হোয়াইট হাউজে যাইনি। কারণ, তারা যেভাবে নিজেদের মধ্যে ছড়িয়ে পড়া রোগটিকে সামাল দেবার চেষ্টা করছিলো, তা আমার ভালো লাগেনি। আমরা সিনেটে মাস্ক পরি ও সামাজিক দূরত্ব বজায় রাখি। সেখানে কিছুই করা হচ্ছিল না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ