Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারী ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড আইন পাশ করতে হবে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২০, ৩:৫২ পিএম

জাতীয় সংসদের জরুরি অধিবেশন ডেকে নারী ধর্ষণের বিরুদ্ধে কুরআনের বিধানের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের আইন পাশ করতে হবে। ধর্ষণের সেঞ্চুরি পালনকারী আওয়ামী লীগের সোনার ছেলেদের পক্ষ নিলে চলমান ধর্ষণ বিরোধী আন্দোলন সরকারবিরোধী আন্দোলনে পরিণত হবে এবং তা সরকারের পতন অনিবার্য করে তুলবে। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ঢাকা মহানগর আয়োজিত দেশব্যাপী নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইযহার এসব কথা বলেন। মাওলানা মুসা বিন ইযহার বিভিন্ন জায়গায় প্রতিবাদী জনতার মিছিল ও মানববন্ধনের ওপর সরকারের পেটোয়া বাহিনী পুলিশের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সরকার জনগণের জান মাল এবং মানুষের ইজ্জাত বব্রুর নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। পার্টির ঢাকা মহানগর আমীর প্রিন্সিপাল হাফেজ মাওলানা আবু তাহের খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্টির সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী, মাওলানা আনোয়ারুল কবীর, মহানগর নায়েবে আমির মুফতি দীনে আলম হারুনী, মুফতি আব্দুস সাত্তার, মুফতি হাবিবুর রহমান, মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মুফতি ফরহাদ আলম, মাওলানা মতিউর রহমান, মাওলানা মাজারুল হক মামুন, মাওলানা ওয়াহিদুজ্জামান, মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান সিদ্দিকী ও মহানগর সভাপতি হাফেজ আসাদুল্লাহ। মাওলানা আবু তাহের খান বলেন, দেশের অব্যাহত ধর্ষণকাÐ গুম-খুন ও সন্ত্রাসের সাথে সরকারের দলীয় লোকজন সুস্পষ্ট ভাবে জড়িত রয়েছে। ছাত্রলীগ ইতিমধ্যে একটি ধর্ষক সংগঠন হিসেবে চিহ্নিত হয়েছে। গণবিরোধী এসব ব্যক্তি ও গোষ্ঠিকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করা উচিত।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেজামে ইসলাম পার্টি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ