Inqilab Logo

শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আওয়ামী লীগের সভাপতি স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২০, ১১:০২ এএম

এবার ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফেনীর সোনাগাজী উপজেলায় স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম তমিজ উদ্দিন।

বৃহস্পতিবার রাতে উপজেলার ভাদাদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তমিজ উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।


জানা যায়, উপজেলার একটি বিদ্যালয়ে পড়া ওই ছাত্রীর বাবা তমিজ উদ্দিনের ফার্নিচারের দোকানে কাজ করেন। ১ অক্টোবর প্রাইভেট পড়তে যাওয়ার সময় তমিজ মেয়েটিকে দোকানের ভেতরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে তাকে ও তার বাবাকে মেরে ফেলার হুমকিও দেন তিনি। ঘটনাটি তমিজের স্ত্রী দেখে ফেলে ওই ছাত্রীকে দ্রুত তাড়িয়ে দেন। এ নিয়ে তমিজ ও তাঁর স্ত্রীর মধ্যে বাগ্‌বিতণ্ডা হলে আশপাশের মানুষও বিষয়টি জানতে পারেন।

স্কুলছাত্রীর মায়ের দাবি, বিষয়টি তার মেয়ে বাড়িতে জানালেও তমিজ উদ্দিনের ভয়ে তারা এত দিন মামলা করার সাহস পাননি। বৃহস্পতিবার রাতে স্থানীয় লোকজনের সহায়তায় তিনি থানায় গিয়ে মামলা করেছেন। এ ঘটনায় তিনি তমিজ উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন।

সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুর রহিম সরকার জানান, বৃহস্পতিবার রাতেই পুলিশ অভিযুক্ত তমিজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদে তমিজ উদ্দিন ওই ছাত্রীকে ধর্ষণের কথা স্বীকার করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষক আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ