পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইতিহাদ এয়ারলাইন্সের দুই বাংলাদেশি নারী যাত্রী নাহিদ সুলতানা যুথি এবং তানজিন বৃষ্টিকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ৯ বছর আগে করা রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আদালত উপরোক্ত আদেশ দেন।
এ ব্যাপারে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মনজিল মোরসেদ ইনকিলাবকে বলেন, ২০১১ সালের ২৯ জুন দুই বাংলাদেশি নাগরিক আবুধাবি এয়ারপোর্টে ইতিহাদ এয়ারলাইন্সে হয়রানির শিকার হন। এ ঘটনায় তানজিন বৃষ্টি বাদি হয়ে রিট করেন। এতে পররাষ্ট্র সচিব, সিভিল এভিয়েশন সচিব ও চেয়ারম্যান, এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইতিহাদের অপারেশন ম্যানেজার, কান্ট্রি ম্যানেজারসহ মোট ৭ জনকে বিবাদী করা হয়।
শুনানি শেষে বিচারপতি এইচএম সামসুদ্দিন চৌধুরী এবং বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের তৎকালীন ডিভিশন বেঞ্চ একই বছর ১৪ জুলাই অভিযোগটি বিচারের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের কেন নির্দেশ দেয়া হবে না এবং ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ কেন দেয়া হবে না-মর্মে রুল জারি করে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়।
ইতিহাদ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজারকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। হাজির হয়ে ব্যাখ্য দেয়ার পরে মামলার রুল শুনানির শুরু হয়। পরে বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বে গঠিত ডিভিশন বেঞ্চ বিষয়টি শুনানিতে অপারগতা প্রকাশ করেন। রুলের চ‚ড়ান্ত শুনানি শেষে বিচারপতি মো. আশরাফুল কামাল এবং বিচারপতি রাজিক আল জলিলের ডিভিশন বেঞ্চ উপরোক্ত রায় দেন। আগামী ৬০ দিনের মধ্যে উক্ত ক্ষতিপূরণ পরিশোধ করতে বলা হয়েছে ইতিহাদ কর্তৃপক্ষকে।
রায়ে ইংল্যান্ডের একটি ও বাংলাদেশের ‘লিবার্টি ফ্যাশন’ এর রায়ের নীতি বিবেচনায় এ ক্ষতিপূরণের রায় প্রদান করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। আদালত বলেন, দুই নারী যাত্রীকে আবুধাবি এয়ারপোর্টে যে ধরনের হয়রানি ও নির্যাতন করা হয়েছে তা অর্থদÐে পরিমাপ করা যায় না।
আদালত রায়ে নেগলিজেন্স এবং টর্ট আইনের ভিত্তিতে ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে। এছাড়া আদালত ইতিহাদ এয়ারলাইন্সকে ভবিষ্যতের জন্য সতর্ক করেন যেন জেন্ডার বা শরীরের রং বিবেচনায় ভবিষ্যতে কোনো যাত্রীর সঙ্গে এ ধরনের আচরণ না করা হয়।
মামলাটি শুনানি করেন হিউম্যান রাইস অ্যান্ড পীস ফর বাংলাদেশ’র প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ। ইতিহাদ এয়ালাইন্সের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আজমালুল হোসেন কিউসি। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েশ আল হারুনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।