Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোহাম্মদ ফরহাদের ৩৩তম মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২০, ১২:০৪ এএম

সিপিবি’র সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কমরেড মোহাম্মদ ফরহাদের ৩৩তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮৭ সালের ৯ অক্টোবর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের রাজধানী মস্কোতে তিনি ইন্তেকাল করেন। দিবসটি উপলক্ষ্যে আজ মরহুমের বনানী কবরে দোয়া ও শ্রদ্ধা জানানো হবে। রাজধানী ঢাকাসহ সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে স্মরণ সভার আয়োজন করা হবে।

মোহাম্মদ ফরহাদ ১৯৩৮ সালের ৫ জুলাই পঞ্চগড় জেলার বোদা উপজেলার জমাদারপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫২ সালে মহান রাষ্ট্রভাষা আন্দোলন, ১৯৬২ সালে আইয়ুব খানের সামরিক আইনের বিরুদ্ধে যে জঙ্গি ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি রাজনীতির কারণে দীর্ঘদিন কারাবরণ করেন। ১৯৮৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি পঞ্চগড়-২ আসন থেকে সাংসদ নির্বাচিত হন। তিনি এরশাদ বিরোধী আন্দোলনে শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়াকে একই মঞ্চে এনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ