Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২০, ১২:১৮ এএম

প্রবীণ সাংবাদিক মরহুম মুহাম্মদ হাবীবুর রহমান ভ‚ইয়ার ১২তম মৃত্যুবার্ষিকী আজ। নারায়ণঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে ১৯২২ সালে এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন তিনি। বৃটিশ ভারতে কলকাতায় ১৯৪৩ সাল থেকে সংবাদ পত্রে তিনি কাজ করেছেন। কলকাতায় মাওলানা আকরাম খাঁ সম্পাদিত আজাদ পত্রিকা এবং আবুল মনসুর আহম্মদ সম্পাদিত ইত্তেহাদ পত্রিকায় কাজ করেছেন। দেশ ভাগের পর ঢাকায় ফিরে আসেন তিনি। হাবীবুর রহমান ভূইয়া ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা ইন জার্নালিজম ডিগ্রি লাভ করেন। সাপ্তাহিক আরাফাত, দৈনিক আখবার, দৈনিক আজাদ এবং প্রতিষ্ঠাকালীন সময় ১৯৮৬ সাল থেকে দৈনিক ইনকিলাব পত্রিকায় প্রথমে মফস্বল বার্তা সম্পাদক ও পরে সিনিয়র সাব এডিটর হিসেবে সাংবাদিকতা করেছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ