বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা সদর হাসপাতালে সাথী আক্তার (২৮) নামের এক গৃহবধূর লাশ ফেলে পালিয়েছে স্বামীর বাড়ির লোকজন। গতকাল দুপুরে নিহতের বাবার বাড়ির লোকজন এসে লাশটি উদ্ধার করে। নিহত সাথী জেলার সদর উপজেলার চিনাইর খেওয়াই গ্রামের প্রবাসী শাহীন মিয়ার স্ত্রী।
নিহতের পরিবার অভিযোগ করে বলেন, পারিবারিক কলহের জের ধরে শ্বশুর বাড়ির লোকজন সাথীকে নির্যাতন করে আসছিল। গত বুধবার রাতে স্বামীর বাড়ির লোকজন জানায়, গৃহবধূ সাথী স্ট্রোক করেছে। পরবর্তীতে স্বামীর বাড়ির লোকজনরে সঙ্গে যোগাযোগ করতে চাইলে তারা নানা টালবাহানা শুরু করে। পরে বৃহস্পতিবার দুপুরে খবর পেয়ে সদর হাসপাতালে এসে দেখি সাথীর লাশ পড়ে আছে। ওই সময় তার শ্বশুর বাড়ির কাউকে পাওয়া যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আব্দুর রহিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।