নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ সময় আগামীকাল ভোরে ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। সাও পাওলোর এ ম্যাচে ব্রাজিল তারকা নেইমারের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। পরশু ব্রাজিলের অনুশীলনে পিঠে ব্যথা নিয়ে মাঠ ছেড়েছেন পিএসজি ফরোয়ার্ড। সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বলিভিয়ার বিপক্ষে নেইমারের মাঠে নামা নিয়ে সন্দেহ আছে।
ব্রাজিলের অনুশীলনে পুরো সময় থাকতে পারেননি নেইমার। একটু আগেভাগেই অনুশীলন ছেড়ে যান তিনি। ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার তেরেসপলিসে অনুশীলন মাঠে সংবাদমাধ্যমকে জানান, নেইমার এর মধ্যে চিকিৎসা শুরু করলেও ম্যাচের আগে তার সুস্থতা নিয়ে এখনই নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। লাসমার বলেন, ‘আজ (কাল) অনুশীলনে নেইমার পিঠের নিচের দিকে ব্যথা অনুভব করেন। তৎক্ষণাৎ তাকে অনুশীলন থেকে সরিয়ে নেওয়া হয়। তার পরিস্থিতি পর্যালোচনা করে চিকিৎসা শুরু হয়েছে। আমরা আজ সাও পাওলোতে যাব, সে (নেইমার) চিকিৎসাধীন থাকবে। আগামী ২৪ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, দেখতে হবে সে কতটা সেরে উঠছে। অনুশীলনের আগে তার অবস্থা আবার পর্যালোচনা করা হবে। তখন তার খেলার ব্যাপারে আমরা ভালো ধারণা পাব।’ শেষ পর্যন্ত নেইমারকে না পেলে ব্রাজিলের জন্য তা হবে আরেকটি বড় ধাক্কা। এরই মধ্যে চোট নিয়ে দল থেকে ছিটকে গেছেন প্রথম পছন্দের গোলরক্ষক আলিসন ও ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুস। এই ম্যাচের পর আগামী বুধবার পেরুর মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।