মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিরিয়ার মরুভ‚মিতে সরকারপন্থী বাহিনী ও ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে চলতি মাসে অন্তত ৯০ যোদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার এ তথ্য জানিয়েছে দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সংস্থাটি জানায়, বিশাল মরুভ‚মি অঞ্চলের দুটি পৃথক এলাকায় মূলত এ সংঘাত ছড়িয়ে পড়ে। এতে সিরিয়ার সরকারপন্থী বাহিনীর ৪১ সদস্যের মৃত্যু হয়েছে। অন্যদিকে আইএস জিহাদি নিহত হয়েছে ৪৯ জন। ব্রিটেনভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থাটির প্রধান রামি আব্দুল রহমান বলেন, গত ২৪ ঘণ্টায়ই অন্তত ১০ জন সরকারপন্থী ও ১৩ জন আইএস জিহাদি নিহত হয়েছে। তার মতে, এ সংঘাতের মধ্য দিয়ে আইএস প্রমাণ করতে চাইছে যে তারা এখনো বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। গত বছরের মার্চে আইএস তার স্বঘোষিত খেলাফতের সর্বশেষ অংশেরও নিয়ন্ত্রণ হারায়। এরপর থেকে আইএসের ভ্রাম্যমাণ ইউনিটগুলো সিরিয়ার মরুভ‚মিতে সক্রিয় রয়েছে। আরবি ভাষায় এ অঞ্চলকে বলা হয় বাদিয়া। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।