Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২০, ১২:০৬ এএম

উষ্ণতম মাস
বিশ্বের সবচেয়ে উষ্ণতম মাস ছিল সেপ্টেম্বর। সাইবেরিয়া, মধ্যপ্রাচ্য, দক্ষিণ আমেরিকার কিছু অংশ এবং অস্ট্রেলিয়ায় অস্বাভাবিক রকম সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বুধবার ইউরোপিয়ান ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস এ তথ্য জানিয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, নির্গত তাপ থেকে সৃষ্ট হওয়া গ্যাসের কারণে দীর্ঘমেয়াদে তাপমাত্রা বাড়ছে। চলতি বছর ক্যালিফোর্নিয়ার দাবানল এবং আর্কটিক থেকে এশিয়ায় বন্যা পরিস্থিতি তাপমাত্রা বৃদ্ধিতে প্রধান ভ‚মিকা রেখেছে। রয়টার্স।


১০ লাখ ডলারে
মার্কিন যুক্তরাষ্ট্রে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত সাবেক পুলিশ কর্মকর্তা জামিন পেয়েছেন। জানা গেছে, ১০ লাখ মার্কিন ডলারে জামিন পেয়েছেন ডেরেক চাউভিন। স্থানীয় সময় বুধবার সকালে তাকে জামিন দেওয়া হয়েছে। বলা হয়েছে, গত ২৫ মে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ফ্লয়েডকে মাটিতে ফেলে ঘাড়ে হাঁটু চেপে রাখেন। নিঃশ্বাস বন্ধ হয়ে প্রাণ গেছে ফ্লয়েডের। ফ্লয়েড হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে যায়। এমনকি বিশ্বের বিভিন্ন দেশে এ ঘটনায় বিক্ষোভ হয়েছে। ফ্লয়েডের মৃত্যুকে ঘিরে বø্যাক লাইভস ম্যাটার শিরোনামে বিক্ষোভ চলতে থাকে। রয়টার্স।


লিবিয়ারও প্রত্যাখ্যান
এবার ফিলিস্তিনের পরিবর্তে আরব লীগের পর্যায়ক্রমিক সভাপতির দায়িত্ব গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে লিবিয়া। এর আগে, কাতার এবং কুয়েতও এই পদ প্রত্যাখ্যান করেছে। এরপর লিবিয়াকে এই পদ গ্রহণের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকার এ সংক্রান্ত প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। তারা বলেছে, আরব লীগের সভাপতির দায়িত্ব নেয়া তাদের পক্ষে সম্ভব নয়। আরব লীগের পর্যায়ক্রমিক সভাপতির দায়িত্ব গ্রহণের কথা ছিল ফিলিস্তিনের। কিন্তু ফিলিস্তিন তা গ্রহণে অস্বীকৃতি জানালে পর্যায়ক্রমে কাতার, কুয়েত ও লিবিয়াকে এই লীগের সভাপতির দায়িত্ব গ্রহণের প্রস্তাব দেয়া হয়। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ