Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনন্দ আড্ডায় গানে গল্পে তারা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২০, ১২:০৬ এএম

চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী নায়িকা শবনম একুশে পদকপ্রাপ্ত বরেণ্য গীতিকার, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের নির্দেশনায় ‘সন্ধি’ সিনেমাতে অভিনয় করে বেশ সাড়া ফেলেছিলেন। ‘সন্ধি’ই ছিলো গাজী মাজহারুল আনোয়ারের নির্দেশনায় শবনমের প্রথম কাজ। পরবর্তীতে তিনি ‘শর্ত’ সিনেমাতেও অভিনয় করেছিলেন। করোনার কারণে দীর্ঘদিন গাজী মাজহারুল আনোয়ারের সঙ্গে দেখা নেই শবনমের। তাই অনেকটা হঠাৎ করেই ৫ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর বারিধারা পার্ক রোডে গাজী মাজহারুল আনোয়ারের বাসায় উপস্থিত হন শবনম। একই আনন্দ আড্ডায় উপস্থিত হয়েছিলেন ওমরসানী, মৌসুমী ও পপি। সন্ধ্যার পর গাজী মাজহারুল আনোয়ারের সহধর্মিনী জোহরা গাজীর সার্বিক তত্ত্বাবধানে আনন্দ আড্ডা বেশ জমে উঠে। গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে দিঠি আনোয়ারও অনুষ্ঠানে উপস্থিত হন। দিঠির কন্ঠের গান শবনমের ভীষণ প্রিয়। তাই শবনমের আগ্রহেই মূলত অনুষ্ঠানে গীটারিস্ট তপনের সহযোগিতায় দিঠি একে একে গেয়ে উঠেন ‘আকাশের হাতে আছে একরাশ নীল’, ‘আয়নাতে ঐ মুখ দেখবে যখন’, ‘একটা চিঠি লিখে দাও’,‘ ফুলের কানে ভ্রমর এসে’,‘ শুধু গান গেয়ে পরিচয়’, ‘এই বৈশাখে লেখা’, ‘জীবন ফুলিয়ে যাবে’। আনন্দ আড্ডায় অংশ নিয়ে ওমরসানী গেয়ে উঠেন ‘আশে পাশে কেউ নেই’, মৌসুমী পরিবেশন করেন ‘ভালোবাসা বলে নেইতো কিছুই’ গান দুটি। করোনার কারণে দীর্ঘদিন এমন আড্ডায় অংশগ্রহনের সুযোগ না পাওয়ার পর হঠাৎ এই আড্ডায় অংশ নিতে পেরে সবাই ছিলেন উচ্ছ্বসিত। গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘করোনার এই সময়ে শিল্পীর সঙ্গে শিল্পীর সংযোগ এবং ভাব বিনিময় ভীষণ আনন্দ দিয়েছে।’ শবনম বলেন, ‘দীর্ঘদিন পর এমন আড্ডায় দিতে পেরে মনে হলো যেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখনো প্রাণ আছে। আছে প্রাণের স্পন্দন। ধন্যবাদ গাজী ভাই, জোহরা ভাবী’সহ সবাইকে। দিঠির গান আমার প্রাণ ছুঁয়ে গেছে। অনেক আশীর্বাদ তার জন্য।’ ওমরসানী বলেন, ‘শ্রদ্ধেয় শবনম ম্যাডামের সান্নিধ্যে কাটানো সময়টা দীর্ঘদিন প্রাণের গভীরে রয়ে যাবে।’ মৌসুমী বলেন, ‘শ্রদ্ধেয় গাজী আঙ্কেলকে আমি বাবার মতোই শ্রদ্ধা করি। তার পরিবার আমার নিজেরই পরিবার। শবনম আপার সঙ্গে আম্মাজান সিনেমায় কাজ করার স্মৃতি আজো চোখে উজ্জ্বল। তার স্নেহ ভালোবাসায় আবার মুগ্ধ হলাম। ধন্যবাদ উপল দিঠি’কে চমৎকার আয়োজনের জন্য।’ পপি বলেন,‘ আমার সিনেমা জীবনের এক স্মরনীয় দিন অতিবাহিত করেছি সেদিন। প্রিয় গাজী আঙ্কেল, শবনম ম্যাডামের সঙ্গে কাটানো মুহুর্ত অনেক বড় প্রাপ্তির চেয়ে বিশাল কিছু।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আনন্দ-আড্ডা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ