প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ফোক ঘরানার গান নিয়ে তথ্যভিত্তিক নতুন ও ভিন্নধর্মী সঙ্গীতানুষ্ঠান ‘সাধু সঙ্গীত’ শুরু হচ্ছে বাংলাভিশনে। ২০১৩ সাল থেকে বাংলাভিশন বিভিন্ন উৎসবে ফোকগানের ভিন্নধর্মী অনুষ্ঠান আয়োজন করে আসছে। এ ধারাবাহিকতায় নতুন এই অনুষ্ঠান প্রচার শুরু করেছে। আজ থেকে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে অনুষ্ঠানটি। প্রথম তিনটি পর্বের শুটিং-এ অংশ নিয়েছেন ঐশী, আশিক ও দিপা। অনুষ্ঠানে প্রত্যেকে প্রতি পর্বে চারটি ফোক গান পরিবেশন করেছেন। প্রথম পর্বে অতিথি কণ্ঠশিল্পী ঐশী। দ্বিতীয় ও তৃতীয় পর্বে অতিথি আশিক ও দিপা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তাহমিনা মুক্তা। এই অনুষ্ঠান সম্পর্কে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, ‘আমরা ২০১৩ সাল থেকে বি.এফ.ডি.সি ও আমাদের নিজস্ব স্টুডিও’তে সেট নির্মাণ করে বিভিন্ন উৎসব যেমন ঈদ, পহেলা বৈশাখ, ফোকগানের রচয়িতা ও গায়কদের জন্ম ও মৃত্যুবার্ষিকীতে বিশেষ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে আসছি। এমনকি আধুনিক গানের শিল্পীদের আমন্ত্রণ জানিয়ে তাদের কন্ঠে ফোক গানের অনুষ্ঠান দীর্ঘদিন ধরে নির্মাণ করেছি। এখন পরিকল্পনা করেছি, নিয়মিতভাবে তথ্যভিত্তিক নতুন ও ভিন্নধর্মী এই সঙ্গীতায়োজন প্রতি সপ্তাহে বাংলাভিশনে প্রচার হবে। অনুষ্ঠানে প্রতিটি পর্ব ভিন্ন ভিন্ন গান নিয়ে সাজানো হবে। অনুষ্ঠানে একজন স্বনামখ্যাত সঙ্গীতশিল্পী গান পরিবেশন করবেন। প্রতিটি পর্বের গানের বিভিন্ন তথ্য টেলিভিশন স্ক্রিনে দেওয়া হবে। বাংলাভিশনের নিজস্ব স্টুডিও’তে অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।