Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সুন্দরগঞ্জে ধানক্ষেতে বিদ্যুতের তার দিয়ে দুইজনকে হত্যার দায়ে তিনজনের ফাঁসির আদেশ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২০, ৩:৩৫ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে পূর্ব ঝিনিয়া গ্রামে ২০১৬ সালে ধানক্ষেতে বিদ্যুৎ সংযোগ দিয়ে চাচাতো ভাইবোনকে হত্যার ঘটনায় তিন সহোদরের ফাঁসির আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। বৃহস্পতিবার ( ৮ অক্টোবর) গাইবান্ধা জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় ঘোষণা করেন। ফাঁসির দ-প্রাপ্ত আসামিরা হলেন উপজেলার পূর্ব ঝিনিয়া গ্রামের হযরত আলী, হাফিজার রহমান ও আবিজল হোসেন। মামলার এজাহারে বলা হয়েছে প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ২০১৬ সালের ১২ নভেম্বর হত্যাকা-ের শিকার হন তসলিম উদ্দিন ও মর্জিনা বেগম। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন। তসলিম উদ্দিন, মর্জিনা বেগম, জমিলা বেগম, আলমগীর হোসেন ও শহিদুল ইসলামসহ বেশ কয়েকজন ২০১৬ সালের ১২ নভেম্বর সকালে নিজেদের জমিতে ধান কাটতে যান। ওই দিন প্রতিপক্ষ গোপনে পরিকল্পিতভাবে বিদ্যুতের সংযোগ দিয়ে ছেঁড়া তার ধানক্ষেতে ফেলে রাখে। সেখানে বিদ্যুৎপৃষ্ট হয়ে ছয়জন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তসলিম ও মর্জিনা মারা যান। এ ঘটনায় তসলিমের ছেলে মফিজুল হক বাদী হয়ে মামলা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফাঁসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ