Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অমানুসিক নির্যাতনের শিকার নাজিম

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে : | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২০, ১২:০৩ এএম

অমানবিকতার বিষবাষ্প ছড়িয়ে পড়ছে সমাজের সর্বত্র। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সবধারাতেই এর পড়ছে। দিন দিন মানুষ নির্দয়, নিষ্ঠুর হয়ে পড়ছে। অমানবিকতা সমাজে এমন পর্যায়ে দাঁড়িয়েছে যেখানে মুখ খুলে পছন্দের কথাটাও বলতে পারছেনা অনেকে। আবার বললে লাঞ্ছনা, নির্যাতনের শিকার হতে হচ্ছে।

কয়েকদিন আগে এমনি একটি অমানবিক ঘটনা কুমিল্লার মুরাদনগর উপজেলার সাধারণ মানুষকে দারুণভাবে ব্যথিত করেছে। ওই উপজেলার হীরারকান্দা গ্রামের নাজিম উদ্দিন নামে এক যুবককে সঙ্গত কোন কারণ ছাড়াই বেধড়ক পিটিয়েছে কিছু নির্দয় প্রকৃতির কিছু যুবক।
মাতা-পিতাহারা নাজিম উদ্দিন ছোটবেলা থেকেই দাদার কাছে বড় হয়েছে। কুমিল্লা সরকারি কলেজে অনার্স রাষ্ট্রবিজ্ঞানের শেষ বর্ষের ছাত্র সে। আবার ঢাকার একটি অনলাইন মিডিয়ায় সংবাদদাতার কাজও করে। রাজনীতিতে পছন্দ করে ছাত্রদলকে। নাজিমের এ পছন্দই ওই যুবকদের পছন্দ হয়নি, কিংবা নাজিমের রাজনৈতিক চরিত্র তাদের জন্য ভবিষ্যতে বুমেরাং হয়ে উঠবে, এমন ধারণা থেকেই ওই যুবকরা কোন কারণ ছাড়াই তাকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে অমানুষিক নির্যাতন চালায়।
দুর্বৃত্ত স্বভাবের ওই যুবকরা ছাত্রদল করার কারণে নাজিমকে কাচের বোতল আর লাঠি দিয়ে বেদম প্রহারে খেঁতলে দিয়েছে তার পা থেকে হাঁটুর অংশ। আর শরীরের বিভিন্ন অংশে লাঠিপেটা করেছে। অসহায় নাজিমের মিনতিতেও মন গলেনি ওই যুবকদের।
মুরাদনগরের সাধারণ মানুষ নাজিমের ওপর এ বর্বরতা, নিষ্ঠুরতার চিহ্ন দেখে হতবাক হয়েছে। প্রতিবাদের ভাষা হারিয়েছে সাধারণ মানুষগুলো। কেবল পানি টলমল চোখে সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে। আর বলছে অমানবিকতার কালো থাবা থেকে কবে মুক্ত হবে সমাজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অমানুসিক-নির্যাতন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ