Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উত্তর শান রাজ্যে তাং বিদ্রোহীদের গোলাবর্ষণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২০, ১২:০৪ এএম

মিয়ানমারের শান রাজ্যে সরকারি বাহিনীর একটি ব্যাটালিয়ন ও পিপলস মিলিশিয়ার দফতরে শনিবার গোলাবর্ষণ করেছে তাং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ)। তবে এতে কেউ হতাহত হয়নি বলে সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুন জানিয়েছেন। ব্যাটালিয়নের উপর দু’দফা গোলা বর্ষণ করা হয়। আর পিপলস মিলিশিয়া অফিসে আরপিজি দিয়ে হামলা চালানো হয়। মুখপাত্র বলেন, অনেক দিন পর তারা ব্যাটালিয়ন ও আউটপোস্টে হামলা করলো। সা¤প্রতিক সময়ে তারা হামলা শুরু করেছে। এটা যে টিএনএলএ করেছে তা নিশ্চিত। বিলাম্বে প্রাপ্ত খবরে বলা হয়, শনিবার বিকেলে প্রায় ২ কিলোমিটার পশ্চিমে অবস্থিত নামখিং গ্রাম থেকে সেনা ব্যাটালিয়নের উপর গোলা বর্ষণ করে টিএনএলএ। আর রাত ১১টার দিকে টিএনএলএ ও মিয়ানমার ন্যাশনাল ডেমক্রেটিক এলায়েন্স আর্মি (এমএনডিএএ) যৌথভাবে তারমোয়েনিতে মিলিশিয়া দফতরে আরপিজি হামলা চালায়। দ্য ইরাবতি, এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ